PM Narendra Modi: LIC-তে আস্থা প্রধানমন্ত্রীর, পলিসিও রয়েছে মোদীর

LIC: পার্লামেন্টে বহুবার এলআইসি-র প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনগণকে বিনিয়োগের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু, প্রধানমন্ত্রী নিজেও যে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার উপরই ভরসা রাখছেন, সেখানেই বিনিয়োগ করেছন, তা হয়ত অনেকেরই জানা নেই। এটাতেই প্রমাণিত, রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতি তিনি আস্থাশীল।

PM Narendra Modi: LIC-তে আস্থা প্রধানমন্ত্রীর, পলিসিও রয়েছে মোদীর
এলআইসি-তে ভরসা প্রধানমন্ত্রী মোদীর।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 1:50 PM

নয়া দিল্লি: জন্মদিনে একাধিক কর্মসূচি। সারাদিন ব্যস্ততায় কাটল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। মেট্রোয় চড়ে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় মাতলেন। তাঁকে কাছে পেয়ে আপ্লুত সবাই। রিপোর্ট বলছে, এই মুহূর্তে বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সাধারণ মানুষের সঙ্গে সাধারণের মতো মিশে যান। সাধারণ জীবনযাপন। অনেকেরই কৌতূহল, ব্যক্তি মোদীও কি সাধারণ মানুষের মতো ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করেছেন? তিনিও কি আমজনতার মতো জীবনবিমা করেছেন? প্রধানমন্ত্রীর নির্বাচনী হলফনামা বলছে হ্যাঁ। তিনিও সাধারণ নাগরিকদের মতো জীবনবিমা করিয়েছেন। আর সেক্ষেত্রে তাঁর ভরসা রাষ্ট্রীয় বিমা সংস্থা LIC।

পার্লামেন্টে বহুবার এলআইসি-র প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনগণকে বিনিয়োগের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু, প্রধানমন্ত্রী নিজেও যে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার উপরই ভরসা রাখছেন, সেখানেই বিনিয়োগ করেছেন, তা হয়ত অনেকেরই জানা নেই। আর এটাই প্রমাণ করে যে, রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতি তাঁর কতটা আস্থা রয়েছে। দেশের লক্ষ লক্ষ মানুষ যে সংস্থার প্রতি আস্থা রাখেন, প্রধানমন্ত্রী মোদী যেমন সমস্ত ক্ষেত্রে ‘মেড ইন ইন্ডিয়া’-র উপর জোর দেন, তেমন নিজস্ব বিনিয়োগের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তাই সংসদেও এই সংস্থার বিশেষ প্রশংসা শোনা যায় তাঁর মুখে।

পার্লামেন্টে এলআইসির প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর

সম্প্রতি সংসদে বিরোধীরা এলআইসি নিয়ে সরকারকে কোণঠাসা করেছিল। এলআইসি অর্থ হারাচ্ছে বলে অভিযোগ তুলেছিল। কিন্তু প্রধানমন্ত্রী সংসদে বিরোধীদের পাল্টা জবাব দিয়ে বলেন, বিরোধী বলছে, LIC ডুবে যাবে। গরিব মানুষ তাঁদের কষ্টার্জিত সঞ্চয় হারাবে। কিন্তু, তা হয়নি। বরং LIC আরও শক্তিশালী হয়েছে। এলআইসি-ও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাদের টাকা সম্পূর্ণ নিরাপদ।

বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে এলআইসি

একাধিক বিতর্কের পর এলআইসি-র শেয়ার ইতিবাচক জায়গা নিয়েছে। গত ৬ মাসে এই কোম্পানি বিনিয়োগকারীদের প্রায় ৬ শতাংশ রিটার্ন দিয়েছে। যেখানে লোকেদের টাকা হারানোর কথা চলছে, তখন এলআইসি একই অবস্থানে শক্ত হয়ে দাঁড়িয়েছে। যার জন্য এটিকে দেশের বৃহত্তম সরকারি বিমা কোম্পানি এবং একটি বিশ্বস্ত কোম্পানি বলা হয়।

প্রধানমন্ত্রী মোদীর পলিসি

এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিনিয়োগ করেছেন। ২০১৯ সালের নির্বাচনী হলফনামা অনুসারে, প্রধানমন্ত্রী মোদী এলআইসির দুটি পলিসি নিয়েছেন। একটি ২০১০ সালে শুরু হয়েছিল এবং অপরটি ২০১৩ সালে করেন। তিনি মোট ১,৯০,৩৪৭ টাকা এলআইসি-তে বিনিয়োগ করছেন।