চুরি হবে না Aadhaar-র তথ্য, এইভাবে ডাউনলোড করুন Masked Aadhaar Card
UIDAI: ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI)-র তরফে আধার কার্ড তৈরি করা হয়। এই আধার কার্ডে বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক তথ্য অর্থাৎ নাম, ছবি, ঠিকানার মতো তথ্য় থাকে। তবে আধার কার্ডের তথ্য ফাঁস হয়ে প্রতারণা রোখার জন্য মাস্কড আধার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে ইউআইডিএআই-র তরফে।
নয়া দিল্লি: সরকারি নথির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড। স্কুলে ভর্তি থেকে চাকরি, এমনকী মৃত্যু অবধি আধার নম্বর প্রয়োজন। তবে এই গুরুত্বপূর্ণ নথি বেহাত হলে বড় বিপদও হতে পারে। প্রায়সময়ই আধার কার্ড দিয়ে প্রতারণার খবর শোনা যায়। বিপদ থেকে বাঁচতে আপনি চাইলেই আধার কার্ডের নম্বর লুকানো বা মাস্ক করা যায়। এর জন্য অনুসরণ করতে হবে একটি সহজ পদ্ধতি।
ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI)-র তরফে আধার কার্ড তৈরি করা হয়। এই আধার কার্ডে বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক তথ্য অর্থাৎ নাম, ছবি, ঠিকানার মতো তথ্য় থাকে। তবে আধার কার্ডের তথ্য ফাঁস হয়ে প্রতারণা রোখার জন্য মাস্কড আধার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে ইউআইডিএআই-র তরফে। এতে আধার কার্ডের প্রথম ৮টি ডিজিট ঢাকা থাকে। ফলে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যায়।
মাস্কড আধার কার্ডের সুবিধা-
- এতে আপনার তথ্যের গোপনীয়তা রক্ষা হয়।
- আধার কার্ড অপব্যবহার হওয়া থেকে রোখে।
- অধিকাংশ প্রতিষ্ঠানই মাস্কড আধার কার্ড গ্রহণ করে।
কীভাবে মাস্কড আধার কার্ড ডাউনলোড করবেন?
- প্রথমেই ইউআইডিএআই-র অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ – এ ক্লিক করতে হবে।
- এবার ‘My Aadhaar’ সেকশনে গিয়ে ডাউনলোড আধার অপশনে ক্লিক করতে হবে।
- পরবর্তী ধাপে যে পেজ খুলে যাবে, তাতে ১২ ডিজিটের আধার নম্বর দিতে হবে। এর সঙ্গে নাম, পিনকোড ও সিকিউরিটি কোড দিতে হবে।
- এরপরে মাস্কড আধার অপশনে ক্লিক করতে হবে। সেখানে সিলেক্ট ইওর প্রেফারেন্সে ক্লিক করতে হবে।
- এবার আপনার রেজিস্টার ফোন নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই আপনি পিডিএফ ফরম্য়াটে মাস্কড আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।