PPF Rules: ১ অক্টোবর থেকে PPF নিয়মে আসছে বড় পরিবর্তন, একঝলকে দেখে নিন কী কী বদল

PPF Rules: যদি একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকে তাহলে প্রাইমারি অ্যাকাউন্টে স্কিমের হারে সুদ দেওয়া হবে। একইসঙ্গে দ্বিতীয় অ্যাকাউন্টের ব্যালেন্স মার্জ হয়ে যাবে প্রথম অ্যাকাউন্টের সঙ্গে। তারপরই সামগ্রিক ক্য়ালকুলেশনের ভিত্তিতে দেওয়া হবে সুদ।

PPF Rules: ১ অক্টোবর থেকে PPF নিয়মে আসছে বড় পরিবর্তন, একঝলকে দেখে নিন কী কী বদল
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Sep 03, 2024 | 6:18 PM

নয়া দিল্লি: PPF, SSY এবং NSS এর মতো ছোট সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য এবার বড় খবর। দ্রুত এই প্রকল্পগুলির সঙ্গে সম্পর্কিত নিয়মে পরিবর্তন আনতে চলেছে সরকার। আর তা কার্যকর হতে চলেছে ১ অক্টোবর থেকে। এই সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের তরফে এই সমস্ত নতুন নিয়মগুলির জন্য নির্দেশিকাও জারি করে দিয়েছে। 

যে অ্যাকাউন্টগুলিতে দীর্ঘদিন লেনদেন হচ্ছে না সেগুলির উপর বিশেষ নজর রাখছে সরকার। সেগুলিকে ফের ‘রেগুলারাইজ’ করার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে। সরকারের নতুন নির্দেশিকার আওতায় আসতে চলেছে ন্যাশনাল সেভিংস স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট।  

যদি একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকে তাহলে প্রাইমারি অ্যাকাউন্টে স্কিমের হারে সুদ দেওয়া হবে। একইসঙ্গে দ্বিতীয় অ্যাকাউন্টের ব্যালেন্স মার্জ হয়ে যাবে প্রথম অ্যাকাউন্টের সঙ্গে। তারপরই সামগ্রিক ক্য়ালকুলেশনের ভিত্তিতে দেওয়া হবে সুদ। অন্যদিকে যদি কোনও পিপিএফ অ্যাকাউন্ট নাবালক-নাবালিকাদের নামে খোলা হয় সে ক্ষেত্রেও আসছে বড় বদল। যতক্ষণ না তারা প্রাপ্তবয়স্ক হচ্ছে ততদিন ওই অ্যাকাউন্টে POSA সুদ দেওয়া হবে। যখন নাবালক-নাবালিকার বয়স ১৮ হয়ে যাবে তখন থেকে ফের সাধারণ হারে সুদ দেওয়া হবে। ম্যাচিউরিটি পিরিয়ডও গোনা হবে সেই ভিত্তিতেই। অর্থাৎ যেদিন থেকে ওই ব্যক্তি ১৮ বছরের গণ্ডি পার করলেন সেদিন থেকে ম্যাচিউরের দিন পর্যন্ত ধরে সুদের হার বিচার করা হবে।