PNB: ভার্চুয়াল ব্রাঞ্চ চালু করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
ভার্চুয়াল ব্রাঞ্চের মাধ্যমে সব ধরনের ব্যাঙ্কিং পরিষেবা পাবেন গ্রাহকরা। টাকা জমা দেওয়া, ঋণ, মহিলা ও সিনিয়র সিটিজেনদের জন্য পরিষেবা, বিভিন্ন সরকারি স্কিমের সুবিধাও নেওয়া যাবে ভার্চুয়ার ব্যাঙ্কের মাধ্যমে।
নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক শুরু করবে ভার্চুয়াল ব্রাঞ্চ পরিষেবা। এর নাম দেওয়া হয়েছে পিএনবি মেটাভার্স। বৃহস্পতিবার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে এই ঘোষণা করা হয়েছে। ভার্চুয়াল ব্রাঞ্চের মাধ্যমে সব ধরনের ব্যাঙ্কিং পরিষেবা পাবেন গ্রাহকরা। টাকা জমা দেওয়া, ঋণ, মহিলা ও সিনিয়র সিটিজেনদের জন্য পরিষেবা, বিভিন্ন সরকারি স্কিমের সুবিধাও নেওয়া যাবে ভার্চুয়ার ব্যাঙ্কের মাধ্যমে।
এ বিষয়ে পিএনবি-র ম্যানেজিং ডিরেক্টর অতুল কুমার গোয়েল বলেছেন, “ইন্টারনেটের এই যুগে ব্যাঙ্কিং ব্যবস্থাতেও অনেক বদল এসেছে। ওয়েবসাইট ও অ্যাপের সমন্বয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে। ঘরে বসে বা অফিস থেকেই ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ সেরে ফেলতে পারবেন গ্রাহকরা।”
পিএনবি মেটাভার্সে থ্রিডি অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। ডিজিটাল অবতারের সহায়তায় গ্রাহকরা নিজেদের কাজ করে যেতে পারবেন।