Investment Scheme: এই স্কিমে চোখ বুজে টাকা রাখুন, মাসে মাসে ঢুকবে পেনশন, সঙ্গে চড়া সুদও!
Post Office Scheme: বিনিয়োগ করতে অনেকেই ঝুঁকি নিতে ভয় পান। যদি আপনি এমন কোথাও বিনিয়োগ করতে চান, যেখান থেকে নিশ্চিত উপার্জন আসবে, তবে আপনার জন্য রয়েছে দারুণ এক বিনিয়োগ প্ল্যান।
নয়া দিল্লি: ভবিষ্যৎ সুরক্ষিত করতে অল্প বয়স থেকেই অর্থ সঞ্চয় করা প্রয়োজন। তবে অনেকেই ঝুঁকি নিতে ভয় পান। যদি আপনি এমন কোথাও বিনিয়োগ করতে চান, যেখান থেকে নিশ্চিত উপার্জন আসবে, তবে আপনার জন্য রয়েছে দারুণ এক বিনিয়োগ প্ল্যান। সরকারি স্কিম হওয়ায় এই বিনিয়োগে আর্থিক ক্ষতির মুখেও পড়বেন না। কী এই স্কিম, জেনে নেওয়া যাক-
বিনিয়োগ থেকে নিশ্চিত উপার্জনের অন্যতম ভাল একটি স্কিম হল পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম। এই স্কিমের সুবিধাগুলি হল-
- সরকারি এই স্কিমে ন্যূনতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়।
- একক অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং যুগ্ম অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত রাখা যায়।
- এই স্কিমের মেয়াদ ৫বছর।
- পোস্ট অফিসের এই স্কিমে সুদের হার হল ৭.৪ শতাংশ।
- বিনিয়োগ শুরু করার এক বছর পরই কেউ চাইলে এই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন। তবে এক্ষেত্রে বিনিয়োগ করা অর্থের ২ শতাংশ কেটে নেওয়া হবে।
- বিনিয়োগের তিন বছর পর, মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে অ্য়াকাউন্ট বন্ধ করলে বিনিয়োগের ১ শতাংশ কেটে নেওয়া হবে।
- প্রতি মাসেই সুদের হার পাওয়া যায়।
- যদি কেউ নির্দিষ্ট অঙ্কের অতিরিক্ত বিনিয়োগ করে ফেলেন, তবে সেই টাকা রিফান্ড করে দেওয়া হবে।
কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন?
- প্রাপ্তবয়স্করা, বা সন্তানের জন্য কোনও অভিভাবক এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
- ১০ বছরের উপরে কোনও নাবালকও তাঁর নামে অ্যাকাউন্ট খুলতে পারেন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)