Dhurandhar Movie: ‘ধুরন্ধর’ ঝড়ে ফের চাঙ্গা হচ্ছে পিভিআর-আইনক্সের শেয়ার, কী রেকর্ড করে ফেলল দেখুন

PVR-Inox Share: অনেকই বলছেন যেভাবে ছুটছে ধুরন্ধরের ঘোড়া তাতে তাতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মোট আয়ের অঙ্কটা ৫০০ থেকে ৬০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেললেও অবাক হওয়ার বিশেষ কিছুই থাকবে না। এখন দেখার শেয়ারের দর শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়।

Dhurandhar Movie: ‘ধুরন্ধর’ ঝড়ে ফের চাঙ্গা হচ্ছে পিভিআর-আইনক্সের শেয়ার, কী রেকর্ড করে ফেলল দেখুন
প্রতীকী ছবি Image Credit source: Social Media

Dec 17, 2025 | 4:45 PM

কলকাতা: গদর-২ এর সময়েও দেখা গিয়েছিল বড় লাফ। এবার ধুরন্ধরের মুক্তির পর থেকেই যেন নতুন করে অক্সিজেন পাচ্ছে পিভিআর আইনক্সের শেয়ার। মঙ্গলবার গ্রাফে লাগাতার ওঠানামা দেখা গেলেও দিনের শেষে সামগ্রিকভাবে বাজারের হাল খারাপ থাকায় দিনের শেষে খুব একটা বাড়তে পারেনি এই স্টক। যদিও তার আগের দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর সকাল ১০ টা ৫০ মিনিট নাগাদ এই শেয়ারের দাম পৌঁছ যায় ১ হাজার ১২৫ টাকারও উপরে। মঙ্গলবার কিছুটা কমে, বুধবার বাজার শেষে দর দাঁড়ায় ১০৭৫ টাকা। যদিও কিছুদিন আগেও এই শেয়ারের দর বেশ কিছুটা কম ছিল। অনেকই বলছেন আচমকা বৃদ্ধির পিছনে অবশ্যই কাজ করছে রণবীর সিং অভিনীত এবং আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর’-এর দুরন্ত বক্স অফিস পারফরম্যান্স। সিনেপাড়ার পাশাপাশি সে কারণেই এখন এই ছবি নিয়ে জোর চর্চা চলছে দালাল স্ট্রিটেও। 

গোটা দেশের বক্স অফিস কালেকশনে ইতিমধ্যেই ৪০০ কোটির গণ্ডি ছাপিয়ে গিয়েছে ধুরন্ধর। ওয়াকিবহাল মহলের মতে লাগাতার এই সাফল্যেই বিনিয়োগকারীদের নজর ঘুরেছে মাল্টিপ্লেক্স সংস্থা PVR আইনক্সের দিকে। রিপোর্ট বলছে, মুক্তির পর থেকে ১১তম দিনে অর্থাৎ দ্বিতীয় সোমবার ছবিটি আয় করেছে ৩০ কোটি টাকারও বেশি। মঙ্গলবারও আয় ৩০ কোটির উপরে। 

অনেকই বলছেন যেভাবে ছুটছে ধুরন্ধরের ঘোড়া তাতে তাতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মোট আয়ের অঙ্কটা ৫০০ থেকে ৬০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেললেও অবাক হওয়ার বিশেষ কিছুই থাকবে না। ব্রোকারেজ সংস্থা মোতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস মনে করছে, প্রেক্ষাগৃহে এমন শক্তিশালী পারফরম্যান্স মাল্টিপ্লেক্স চেইনগুলির জন্য আশার আলো দেখাচ্ছে। সে ক্ষেত্রে আগামীতে পিভিআর-এর শেয়ার দর কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। অনেকই আবার এ ক্ষেত্রে সদ্য রেকর্ড করা সাইয়ারা ছবির কথাও বলছেন। 

এর আগে আবার সানি দেওল অভিনীত ‘গদর ২’ মুক্তির সময়ও PVR ইনক্সের শেয়ারে ব্যাপক উত্থান দেখা গিয়েছিল। ২০২৩ সালের ১১ আগস্ট ছবিটি মুক্তির আগের দিন, অর্থাৎ ১০ আগস্ট শেয়ারটির দাম ছিল ১,৬৩১.১৫ টাকা। অগস্টের শেষ ট্রেডিং দিনে তা বেড়ে দাঁড়ায় ১,৭৯২.০৫ টাকায় অর্থাৎ প্রায় ১০ শতাংশ বৃদ্ধি। ৮ সেপ্টেম্বর শেয়ারের দাম পৌঁছায় ১,৮৭৯.৭৫ টাকায়। অর্থাৎ এক মাসে ১৫.২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি।