AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rafale: পৃথিবীতে রাফাল রয়েছে মাত্র ৩০০, আর ভারতের হাতেই ৩৬টা!

Indian Air Force: ২০০৬ সাল থেকে ফ্রান্সের বিমানবাহিনী এই বিমান ব্যবহার করা শুরু করে। আর প্রথমবারের জন্য এই বিমান রফতানি করা হয়েছিল মিশরে, ২০১৫ সালে। ২০২০ সালে ভারতীয় বায়ুসেনায় যুক্ত হয় এই রাফাল।

Rafale: পৃথিবীতে রাফাল রয়েছে মাত্র ৩০০, আর ভারতের হাতেই ৩৬টা!
৩০০ রাফাল তৈরি করল দাসো!
| Updated on: Oct 19, 2025 | 2:28 PM
Share

ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের তৈরি রাফাল ফাইটার জেট আজকের দিনে হয়তো সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান। কিন্তু আপনি জানেন কি সেই যুদ্ধবিমান এখনও পর্যন্ত তৈরি হয়েছে মাত্র ৩০০টি। এই ৩০০ যুদ্ধবিমান তৈরি আসলে কোনও সংখ্যা নয়। এটি এমন একটি মাইলস্টোন, যা এই বিমানের অপারেশনাল ও বাণিজ্যিক সাফল্যের প্রতীক। আর এই মাইলস্টোনের খবর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এই ফরাসি সংস্থা।

ফরাসি ‘ডিরেকশন জেনারাল দে ল’আরমামঁ’ বা সে দেশের প্রতিরক্ষা দফতরের তত্ত্বাবধানে চলা এই কর্মসূচিতে জড়িয়ে রয়েছে প্রায় ৪০০ ফরাসি সংস্থা। ফলে, এই রাফাল কেবল মাত্র ফ্রান্সের সামরিক সার্বভৌমত্বের ভিত্তি, এমনটা নয়। রাফালের প্রযুক্তিগত সাফল্য আন্তর্জাতিক বাজারেও সুপ্রতিষ্ঠিত।

এখনও পর্যন্ত ফ্রান্স সহ বিশ্বের ৯টি দেশ এই যুদ্ধবিমান ব্যবহার করে। মোট ৫৩৩ রাফালের অর্ডার এখনও পর্যন্ত পেয়েছে রাফাল। যদিও এর মধ্যে ৩০০টিই তৈরি করেছে তারা। বাকি ২৩৩টি রাফালের ডেলিভারি এখনও তারা করে উঠতে পারেনি। সেই বিমান দ্রুত সরবরাহের জন্য বাড়ানো হয়েছে এই বিমানের উৎপাদন ক্ষমতা। বর্তমানে মাসে ৪টি বিমান তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে দাসো অ্যাভিয়েশন।

উল্লেখ্য, ২০০৪ সালে ফ্রান্সের নৌবাহিনী প্রথম রাফাল ব্যবহার করে। পরবর্তীতে ২০০৬ সাল থেকে ফ্রান্সের বিমানবাহিনী এই বিমান ব্যবহার করা শুরু করে। আর প্রথমবারের জন্য এই বিমান রফতানি করা হয়েছিল মিশরে, ২০১৫ সালে। ২০২০ সালে ভারতীয় বায়ুসেনায় যুক্ত হয় এই রাফাল।