Railway: দু’দিন ব্রেক নিলেও টিকিটের ‘ভ্যালিডিটি’ ফুরোয় না, মাঝপথে নামলেও ক্ষতি নেই, রেলের এই নিয়মটি জানেন
Railway: তবে একবার যাত্রা শুরু করলে, শুরুর স্টেশন থেকে ৫০০ কিলোমিটার দূরত্বের আগে বিরতি নেওয়া যাবে না। নিয়মটি জানা থাকলে সুবিধা হবে।

নয়া দিল্লি: ট্রেনে ভ্রমণের সময় কোনও যাত্রীর যাতে সমস্যা না হয়, তার জন্য ভারতীয় রেল কিছু নিয়ম তৈরি করেছে। অনেক নিয়মই যাত্রীরা জানেন না। যদি দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হয়, তাহলে রেলের একটি বিশেষ নিয়ম জেনে নেওয়া দরকার। তাতে টিকিটের খরচ কম পড়বে।
১০০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য রেলের টিকিট কিনলে এক বিশেষ সুবিধা পাওয়া যায়। সে ক্ষেত্রে ৫০০ কিলোমিটার ভ্রমণের পর সেই টিকিটে ব্রেক জার্নি করার সুবিধা পেতে পারেন। যদি কোনও ব্যক্তি তাঁর একার ৬০০ কিলোমিটার দূরত্বের জন্য টিকিট কেটে থাকেন, তাহলে ৫০০ কিলোমিটারের পর তিনি বিরতি নিতে পারবেন। ২ দিনের বিরতি নেওয়া যায়। এরপর সেই একই টিকিটে আবার যাত্রা শুরু করতে পারেন যাত্রীরা।
যদি আপনি কোনও মেইল/এক্সপ্রেস ট্রেনে একটি টিকিট নিয়ে ৫০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করেন, তাহলে আপনি মাঝের যে কোনও স্টেশনে ২ দিনের জন্য থামতে পারবেন। ২ দিন থাকার পর আপনি একই টিকিটে আবারও বাকি পথ যেতে পারবেন। ভারতীয় রেলের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানী, শতাব্দী এবং জন শতাব্দী এক্সপ্রেসে ব্রেক জার্নির এই সুবিধা পাওয়া যায় না।
তবে একবার যাত্রা শুরু করলে, শুরুর স্টেশন থেকে ৫০০ কিলোমিটার দূরত্বের আগে বিরতি নেওয়া যাবে না। ধরে নিন যদি আপনি ৭০০ কিলোমিটার যাওয়ার টিকিট কেটে থাকেন, তাহলে ৪২৩ কিলোমিটার পরে চাইলেও যাত্রা থামাতে পারবেন না।
তবে মাঝের স্টেশনে নামার পর, টিকিটটি টিকিট কালেক্টর বা স্টেশন মাস্টারকে দিয়ে অনুমোদন করাতে হবে। এরপর যাত্রা যেখানে শেষ হবে সেখানে জমা দিতে হবে ওই টিকিট।
