Ration Card: এই কাজ না করলে পাবেন না রেশন! বড় নির্দেশ কেন্দ্রের
Ration Card Update: দেশের একটা বড় অংশের মানুষ এখনও দু'বেলা দু'মুঠো খাবার জোগাড় করতে অক্ষম। তাদের জন্যই কেন্দ্রীয় সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে রেশন দেওয়া হয়। কম দামে জরুরি খাদ্যপণ্য, যেমন চাল, ডাল, গম ইত্যাদি পাওয়া যায়।

নয়া দিল্লি: আধার কার্ড যেমন সকলের জরুরি, তেমনই দেশের একটা বড় অংশের মানুষের কাছে রেশন কার্ড এখনও জরুরি। দেশের একটা বড় অংশের মানুষ এখনও দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতে অক্ষম। তাদের জন্যই কেন্দ্রীয় সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে রেশন দেওয়া হয়। কম দামে জরুরি খাদ্যপণ্য, যেমন চাল, ডাল, গম ইত্যাদি পাওয়া যায়। এবার রেশন কার্ড নিয়েই কেন্দ্র দিল বড় আপডেট।
বহু গ্রাহকই সম্প্রতি রেশন কার্ড নিয়ে সমস্যায় পড়েছেন। অনেকেই রেশন পাচ্ছেন না। এবার কেন্দ্রীয় সরকারের তরফেও জানানো হল যে রেশন কার্ডে এই কাজ দ্রুত করতে হবে, নাহলে রেশনের সুবিধা বন্ধ হয়ে যাবে। আর রেশন পাওয়া যাবে না। আপনার কাছেও যদি রেশন কার্ড থাকে, তবে এই কাজটি দ্রুত করুন।
কী এই কাজ? রেশন কার্ড নিয়ে এবার কঠোর হচ্ছে কেন্দ্রীয় সরকার। নিয়মে অনেক কড়াকড়ি করা হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, রেশন কার্ড চালু রাখতে কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে। যারা ই-কেওয়াইসি করাবেন না, তারা রেশন পাবেন না।
সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, সরকারি এই রেশনের সুবিধা যাতে নায্য ও বৈধ ব্যক্তিদের কাছে পৌছয়, তার জন্য ই-কেওয়াইসি গুরুত্বপূর্ণ। কেওয়াইসি না থাকলে, জালিয়াতির সম্ভাবনা থেকে যায়। এই জালিয়াতি রুখতেই ই-কেওয়াইসি আপডেটের সিদ্ধান্ত।
এবার রেশন গ্রাহকদের বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি আপডেট করতে হবে। এর জন্য আপনি নিকটবর্তী রেশন ডিলার বা পাবলিক সার্ভিস সেন্টারে যেতে হবে আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে। সেখানে আপনাকে আধার কার্ডের মাধ্যমে আপনার বায়োমেট্রিক যাচাই করতে হবে।
প্রসঙ্গত, একাধিক রাজ্যেই বর্তমানে অনলাইনে কেওয়াইসি করার সুবিধাও রয়েছে। মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইন পোর্টালে লগ ইন করে আধার নম্বর ও রেজিস্টার্ড নম্বরে আসা ওটিপি দিয়ে কেওয়াইসি আপডেট করাতে পারেন।
যাদের বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের সমস্যা, তাদের অফলাইন সেন্টারে গিয়েই আধারের কেওয়াইসি আপডেট করতে হবে। এই কেওয়াইসি আপডেট হলেই রেশন কার্ডের সুবিধা পাবেন।

