সাবধান! পুরনো নোট, কয়েন বিক্রি করতে গিয়ে ফাঁদে পা দিচ্ছেন না তো?

সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক। লেনদেন করার আগে সাবধান থাকতে হবে।

সাবধান! পুরনো নোট, কয়েন বিক্রি করতে গিয়ে ফাঁদে পা দিচ্ছেন না তো?
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2021 | 9:33 PM

নয়া দিল্লি: সম্প্রতি একাধিক ওয়েবসাইট অনলাইনে পুরনো টাকা বা কয়েন কেনার বিজ্ঞাপন দিয়েছে। ব্যবহার করা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের লোগো। পুরনো নোটের বান্ডিল বা বিশেষ চিহ্ন থাকা কয়েন দিলে, মিলবে মোটা টাকা। এমনই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কিন্তু এবার সেই বিজ্ঞাপনের ব্যাপারে সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক। এই ধরনের টাকা সংক্রান্ত লেনদেনের ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্কের কোনও ভূমিকা নেই বলে জানানো হল।

রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘অনেকেই রিজার্ভ ব্যাঙ্কের নাম ব্যবহার করছে এই ধরনের বিজ্ঞাপন দিচ্ছে। এমনটা ঘটনা নজরে এসেছে। ওই সব সংস্থা সাধারণের কাছ থেকে কমিশন বা চার্জ চাইছে। অনলাইন ও অফলাইন প্লাটফর্মের মাধ্যমে কয়েন ও নোট কেনাবেচার কাজ চলছে।’ রিজার্ভ ব্যাঙ্ক সাফ জানিয়েছে, তারা কখনও এই ধরনের কেনাবেচায় কোনও চার্জ চায় না। ওই ধরনের কেনাবেচা করতে গিয়ে কেউ যাতে ফাঁদে পা না দিয়ে দেন, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এমন কোনও কর্মকাণ্ডের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক যুক্ত নয়। এই ধরনের কাজের জন্য কোনও রকমের শুল্ক দিতে হবে না বলেও জানানো হয়েছে। আরও পড়ুন: WBJEE 2021 Result: শুক্রবারই জয়েন্টের ফলপ্রকাশ, কী ভাবে ফলাফল দেখবেন, জেনে নিন