AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Locker: ব্যাঙ্কের লকারের চুক্তির সময়সীমা বাড়ল, নয়া নির্দেশিকা RBI-এর

RBI: গত কয়েকদিনে ব্যাঙ্কের নিয়মে বেশ কিছু পরিবর্তন হয়েছে। যার মধ্যে রয়েছে লকার সংক্রান্ত নিয়মও। নতুন ব্যাঙ্ক লকার নিয়ম অনুযায়ী, আপনাকে একটি নতুন ব্যাঙ্ক লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে।

Bank Locker: ব্যাঙ্কের লকারের চুক্তির সময়সীমা বাড়ল, নয়া নির্দেশিকা RBI-এর
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: May 26, 2023 | 1:39 AM
Share

নয়া দিল্লি: আপনি কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহক হন এবং ব্যাঙ্ক লকার ব্যবহার করেন? তাহলে এই খবরটি আপনার জন্য জরুরি। গত কয়েকদিনে ব্যাঙ্কের নিয়মে বেশ কিছু পরিবর্তন হয়েছে। যার মধ্যে রয়েছে লকার সংক্রান্ত নিয়মও। নতুন ব্যাঙ্ক লকার নিয়ম অনুযায়ী, আপনাকে একটি নতুন ব্যাঙ্ক লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে। RBI সমস্ত ব্যাঙ্কের জন্য ধাপে ধাপে লকার চুক্তির নবীকরণ প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বাড়িয়েছে। তবে SBI সহ বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের লকার ৩০ জুন, ২০২৩-এর মধ্যে সংশোধিত ব্যাঙ্ক লকার চুক্তিতে করতে হবে বলে গ্রাহকদের প্রতি নির্দেশিকা জারি করেছে।

RBI-কে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট (SC) ২০২১ সালের ফেব্রুয়ারিতে RBI-কে নির্দেশ জারি করার ৬ মাসের মধ্যে লকার পরিচালনার নিয়মগুলি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের প্রেক্ষিতে RBI ২০২১ সালের অগাস্টে সমস্ত ব্যাঙ্কের জন্য একটি সার্কুলার জারি করেছে। যাতে বলা হয়, লকারগুলির জন্য বোর্ড-অনুমোদিত চুক্তি থাকতে হবে।

নতুন লকার গ্রাহকদের জন্য ১ জানুয়ারি, ২০২২-এর মধ্যে নতুন নিয়মগুলি অন্তর্ভুক্ত করার চুক্তি কার্যকর করার কথা বলা হয়েছিল। কিন্তু, পুরোনো গ্রাহকদের জন্য ব্যাঙ্কগুলিকে ১ জানুয়ারী, ২০২৩ -এর মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। ১ জানুয়ারি সময়সীমার ঠিক আগে, RBI এবং ব্যাঙ্কগুলি বুঝতে পেরেছিল যে, বিপুল সংখ্যক গ্রাহক এখনও সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করেননি৷ তার পরিপ্রেক্ষিতেই আরবিআই নবীকরণের সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত বাড়াল।

লকার ব্যবহারের সতর্কতা ব্যাঙ্কে আপনার ই-মেল আইডি এবং মোবাইল নম্বর রেজিস্টার্ড করুন। ব্যাঙ্ক লকার অপারেশনের তারিখ এবং সময় জানিয়ে একটি ইমেল এবং এসএমএস সতর্কতা পাঠাবে। ব্যাঙ্কগুলি অননুমোদিত লকার অ্যাক্সেসের জন্য প্রতিরোধ ব্যবস্থাও সরবরাহ করবে।

চুরি, আগুনের ক্ষেত্রে ক্ষতিপূরণ আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, যে ব্যাঙ্কে সেফ ডিপোজিট ভল্টগুলি রয়েছে তার নিরাপত্তা ও নিরাপত্তার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া ব্যাঙ্কগুলির দায়িত্ব৷ আগুন, চুরি, ডাকাতি, ভবন ধসে, ব্যাঙ্কের অবহেলা বা ব্যাঙ্কের কর্মচারীদের দ্বারা প্রতারণামূলক কার্যকলাপের মতো ঘটনার ক্ষেত্রে, ব্যাঙ্ককে লকার হোল্ডারকে ক্ষতিপূরণ দিতে হবে। ব্যাঙ্কের দায় নিরাপদ আমানত লকারের বর্তমান বার্ষিক ভাড়ার ১০০ গুণের সমান হবে৷

এ অবস্থায় ব্যাঙ্ক দায়ী থাকবে না বৃষ্টি, বন্যা, ভূমিকম্প, বজ্রপাত, নাগরিক গোলযোগ, দাঙ্গা, সন্ত্রাসী হামলা বা গ্রাহকের অবহেলার কারণে লকারের সামগ্রীর কোনও ক্ষতি হলে তার জন্য ব্যাঙ্ক দায়ী থাকবে না।