AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SBI-এর হাত থেকে এই ব্যাঙ্কের সব শেয়ার কিনে নিল Reliance, মালিক এবার Jio একাই!

Jio Financial Services: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে জিও পেমেন্টস ব্যাঙ্কের প্রায় ৭ কোটি ৯০ লক্ষ ৮০ হাজার ইক্যুইটি শেয়ার কিনে নেয় জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। প্রায় ১০৪ কোটি ৫৪ লক্ষ টাকার বিনিময়ে এই শেয়ার কিনে নেয় জিও ফাইন্যান্স।

SBI-এর হাত থেকে এই ব্যাঙ্কের সব শেয়ার কিনে নিল Reliance, মালিক এবার Jio একাই!
Image Credit: Mike Kemp/In Pictures via Getty Images
| Updated on: Jun 25, 2025 | 3:52 PM
Share

২০২৩ সালের জুলাই মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের থেকে আলাদা হয় জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। তারপর থেকে ক্রমশই বেড়েছে সংস্থার মার্কেট ক্যাপ। বর্তমানে এই সংস্থার মার্কেট ক্যাপ প্রায় ১ লক্ষ ৮৬ হাজার কোটি টাকা। এই সংস্থা নিফটি ৫০-এর মধ্যেও আসে। আর এবার সেই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস স্টেট ব্যাঙ্কের হাত থেকে কিনে নিল ব্যাঙ্কের শেয়ার।

২০১৮ সালে জিও পেমেন্টস ব্যাঙ্ক শুরু করেছিল রিলায়েন্স জিও। সেই সময় এই পেমেন্টস ব্যাঙ্কের ১৭.৮৩ শতাংশ শেয়ার ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাতে। আর এই ১৭.৮৩ শতাংশ শেয়ার এবার স্টেট ব্যাঙ্কের কাছ থেকে কিনে নিল জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে প্রায় ৭ কোটি ৯০ লক্ষ ৮০ হাজার ইক্যুইটি শেয়ার কিনে নেয় জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। প্রায় ১০৪ কোটি ৫৪ লক্ষ টাকার বিনিময়ে এই শেয়ার কিনে নেয় জিও ফাইন্যান্স।

উল্লেখ্য, ২০ জুন বাজার বন্ধের সময় জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ারের দাম ছিল ২৯৩ টাকার আশেপাশে। সংস্থার শেয়ার প্রতি আয় ২ টাকা ৫৪ পয়সা ও পিই ১১৫.৭৯। যা এই সেক্টরের পিই-র তুলনায় অনেকটাই বেশি।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।