Republic Day Sale: রিপাবলিক ডে সেলেই বাজিমাত! সাধারণতন্ত্র দিবসে অনলাইন কেনাকাটার নয়া রেকর্ড গড়ল দেশ
Republic Day Sale: তথ্য বলছে, গত বছরের তুলনায় এ বছর ই-কমার্স সাইটগুলিতে পণ্যের পরিমাণও অনেকটাই বেড়ে গিয়েছে। প্রিপেইড অর্ডারের পাশাপাশি বেড়েছে ক্যাশ অন ডেলিভারিও। বেড়েছে প্রিপেইড অর্ডারের পাশাপাশি ক্যাশ অন ডেলিভারিও।
কলকাতা: রাম মন্দিরের উদ্বোধনের পর থেকে নতুন উদ্যোমে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি। শুধুমাত্র রাম মন্দিরকে কেন্দ্র করেই বড় ব্যবসায়িক উন্নতির ইঙ্গিত আগেই মিলেছিল। এবার সাধারণতন্ত্র দিবসেও দেদার কেনাকাটা হল গোটা দেশে। ভিড় বাড়ল ই-কমার্স সাইটগুলিতে। ভাঙল গত বছরের রেকর্ড। ইউনিকমার্স বলছে ই-কমার্স সাইটে কেনাকাটার পরিমাণ গত বছরের থেকে ১৮.৭ শতাংশ বেড়েছে। প্রসঙ্গত, একাধিক ই-কমার্স সাইটে চলছে রিপাবলিক ডে উপলক্ষে বিশেষ সেল। সে কারণেই কেনাকাটার মাত্রাও অনেকটাই বেড়ে গিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।
তথ্য বলছে, গত বছরের তুলনয়া এ বছর ই-কমার্স সাইটগুলিতে পণ্যের পরিমাণও অনেকটাই বেড়ে গিয়েছে। প্রিপেইড অর্ডারের পাশাপাশি বেড়েছে ক্যাশ অন ডেলিভারিও। বছরভিত্তিক পরিসংখ্যান বলছে, প্রিপেইড অর্ডার বেড়েছে ২০.৬ শতাংশ। ক্যাশ-অন-ডেলিভারির অর্ডার বেড়েছে ১৬.২ শতাংশ।
পরিসংখ্যান এও বলছে, সাধারণতন্ত্র দিবসে এবার ই-কমার্স সাইটগুলিতে পতাকা ও তেরঙা প্রিন্টের টি-শার্টও দেদার বিকিয়েছে। এটি BlinkIt থেকে Swiggy Instmart, Amazon, Flipkart এবং Zepto-তে বিক্রির পরিমাণ লাগামহীনভাবে বেড়েছে। প্রসঙ্গত, দিন যত গড়াচ্ছে অনলাইনে কেনাকাটার ঝোঁক আম-আদমির মধ্যে ততই বেড়ে চলেছে। আগে কোনও অর্ডার পেতে সপ্তাহখানেক বেশি অপেক্ষা করতে হলেও এখন বেশিরভাগ সাইটে তা কমে তিন থেকে চারদিনে নেমে এসেছে। এমনকি, BlinkIt থেকে Swiggy Instmart, জেপটোর মতো প্ল্যাটফর্মে কোনও কিছু অর্ডার দিলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তা হাতে এসে যাচ্ছে। তাতেও অনলাইনে মানুষের কেনাকাটার ঝোঁক অনেকটা বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।