AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reserve Bank-এর ১৫ দিনের নিয়ম না জানলে চরম বিপদে পড়তে পারেন আপনি, খুব সাবধান!

Reserve Bank Of India, 15 Days Rule: এখন দেশের সব ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন এখন এই ঋণের ডেটা ১৫ দিন ছাড়া আপডেট করে থাকে। ফলে, আপনার লোন বা ক্রেডিট কার্ড সংক্রান্ত যে কোনও ধরনের ভুলত্রুটি খুব তাড়াতাড়ি প্রতিফলিত হবে ক্রেডিট স্কোর ও ক্রেডিট রিপোর্টে।

Reserve Bank-এর ১৫ দিনের নিয়ম না জানলে চরম বিপদে পড়তে পারেন আপনি, খুব সাবধান!
Image Credit: Getty Images
| Updated on: Nov 05, 2025 | 4:46 PM
Share

আচ্ছা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো? আর, এই বিভিন্ন অফারে কিছু কেনাকাটা করার জন্য, আপনিও কি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? আসলে এখন দেশের সব ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন এখন এই ঋণের ডেটা ১৫ দিন ছাড়া আপডেট করে থাকে। ফলে, আপনার লোন বা ক্রেডিট কার্ড সংক্রান্ত যে কোনও ধরনের ভুলত্রুটি খুব তাড়াতাড়ি প্রতিফলিত হবে ক্রেডিট স্কোর ও ক্রেডিট রিপোর্টে।

আগে এই ধরনের সব ডেটা মাসে একবার করে আপডেট হত। আর বর্তমানে সেই ডেটাই এত দ্রুত আপডেট হওয়ায় মাসের শুরুতে ইএমআই মিস করলে তার প্রভাব ১৫ দিনের মধ্যেই দেখা যাবে। ফলে, আপনার ক্রেডিট স্কোর এখন আগের থেকে অনেক বেশি সংবেদনশীল।

কেন আপনার স্কোর দ্রুত নামতে পারে?

মাসিক আপডেটের পরিবর্তে এখন প্রতি দু’সপ্তাহে তথ্য যাচ্ছে। এর অর্থ, একটি মাত্র ইএমআই মিস বা ক্রেডিট কার্ডের লিমিট প্রয়োজনের বেশি ব্যবহার করলেই আপনার স্কোর দ্রুত কমবে। ঋণদাতারা মনে করবে আপনাকে ঋণ দেওয়া বেশ ঝুঁকিপূর্ণ। আর সেই কারণেই অনেক বেশি সুদে ঋণ পাবেন আপনি।

আপনি যতবার ঋণ বা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেন, ততবারই হার্ড ইনকোয়ারি হয়। স্বল্প সময়ে একাধিক হার্ড এনকোয়ারি হলে ব্যাঙ্ক মনে করে, আপনি ঋণের জন্য মরিয়া। আর তখনই আপনার ক্রেডিট স্কোর কমে যায়।

আপনি কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?

  • ৩০ শতাংশের সীমা: মনে রাখবেন, ক্রেডিট লিমিটের ৩০ শতাংশের বেশি ব্যবহার করা মানেই বিপদ সংকেত। আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও সবসময় কম রাখুন। অর্থাৎ, আপনার একাধিক ক্রেডিট কার্ড মিলিয়ে যদি লিমিট ১ লক্ষ টাকা হয়, তাহলে কখনই ৩০ হাজারের বেশি খরচ করবেন না।
  • ক্রেডিট স্কোরের লক্ষ্য: সময়মতো পেমেন্ট করলেই আপনার ক্রেডিট স্কোর ৭৫০-এর উপরে থাকবে। আর একবার যদি বিল জমা করতে দেরি করেন, তাহলেই হুড়মুড়িয়ে পড়বে আপনার ক্রেডিট স্কোর।
  • ভুল থাকলে রিপোর্ট: আপনার কোনও দোষ ছাড়াই আপনার ক্রেডিট স্কোরে ভুল থাকতে পারে। তাই প্রতি কয়েক মাস অন্তর CIBIL রিপোর্ট চেক করুন এবং ভুল তথ্য থাকলে তাড়াতাড়ি ডিসপুট ফাইল করুন।