AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Middle Class Trap: ৭০ লক্ষের প্যাকেজ, ৩ কোটির ফ্ল্যাট! দেউলিয়া হওয়ার একধাপ আগে আটকে ভারতের মধ্যবিত্তরা!

70 LPA Package: লিঙ্কডইন পোস্টে একজন লিখছেন এক ব্যক্তি যিনি বছরে ৭০ লক্ষ টাকা আয় করেন তাঁর উপার্জন খরচ হয় কীভাবে।

Middle Class Trap: ৭০ লক্ষের প্যাকেজ, ৩ কোটির ফ্ল্যাট! দেউলিয়া হওয়ার একধাপ আগে আটকে ভারতের মধ্যবিত্তরা!
Image Credit: DjelicS/E+/Getty Images
| Updated on: Jun 20, 2025 | 5:15 PM
Share

বাৎসরিক আয় ৭০ লক্ষ টাকা। কিন্তু মাসের শেষে হাতে থাকে শুধুমাত্র পেনসিল! এমনি এক পরিবারের কথা লিঙ্কডইনে পোস্ট করেছেন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার সার্থক আহুজা। তিনি লিখছেন, ‘বছরে ৭০ লক্ষ টাকার প্যাকেজ, এখন নতুন মধ্যবিত্ত’। মুম্বই, গুরুগ্রাম বা বেঙ্গালুরুতে বসবাসকারী দারুণ প্যাকেজের মানুষও কীভাবে অর্থনৈতিকভাবে চাপে পড়ছে, সেই কথাই বলছেন তিনি।

তাঁর পোস্টে তিনি লিখছেন এক ব্যক্তি যিনি বছরে ৭০ লক্ষ টাকা আয় করেন তাঁর উপার্জন খরচ হয় কীভাবে। লিঙ্কড ইন পোস্টে দেখা যাচ্ছে সার্থক লিখেছেন, বার্ষিক প্যাকেজ ৭০ লক্ষ টাকা। আয়কর ২০ লক্ষ টাকা। কর পরবর্তী আয় প্রায় ৫০ লক্ষ টাকা। সে ক্ষেত্রে মাসিক আয় হয় ৪ লক্ষ ১০ হাজার টাকার মতো।

এর পর তিনি ভেঙে লিখেছেন এই ৪ লক্ষ টাকা কীভাবে খরচ হয়। তিনি বলছেন যিনি বছরে ৭০ লক্ষের প্যাকেজ পান তিনি নিদেনপক্ষে ৩ কোটির ফ্ল্যাটে থাকেন। যার মধ্যে ২ কোটি টাকার লোন রয়েছে। বার্ষিক ৮.৫ শতাংশ সুদের হারে ২০ বছরের সময়কালের জন্য নেওয়া লোনে তাঁকে প্রায় ১.৭ লক্ষ টাকা ইএমআই দিতে হয়। এর সঙ্গে রয়েছে ২০ লক্ষের গাড়ির জন্য ৬৫ হাজারের ইএমআই। এর পর তাঁর বাচ্চাদের পড়াশোনার জন্য খরচ হয় ৫০ হাজার টাকা। বাড়ির পরিচারিকার জন্য লাগে ১৫ হাজার টাকা। এর পর মাসিক হাতে ১ লক্ষ টাকা থাকে, যা দিয়ে বাকি সব খরচ চালাতে হয় ওই ব্যক্তিকে।

বাকি টাকার ২৫ হাজার তিনি জমান বিদেশে ঘুরতে যাওয়ার জন্য। ২৫ হাজার মুদিখানার বিল। ২৫ হাজারের ইলেকট্রিক বিল বা পেট্রোলের দাম। আর বাকি ২৫ হাজার তিনি রাখেন শপিং করতে বা ডাক্তার দেখাতে।

সার্থকের দেওয়া এই হিসাব দেখায় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে জীবনযাত্রায়। বেড়েছে খরচ। আর সেই খরচ সামাল দিতে নাভিশ্বাস উঠছে বছরে ৭০ লক্ষ টাকা উপার্জন করা ব্যক্তিরও।