AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SBI Amrit Kalash Deposit Scheme: এই মাসেই শেষ সুযোগ দিচ্ছে SBI, ফিক্সড ডিপোজিটে ৭.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন আমানতকারীরা

SBI Amrit Kalash Deposit Scheme: স্থায়ী আমানতে ৭.১০ শতাংশ হারে সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৩১ মার্চ পর্যন্ত এই স্কিম থাকবে।

SBI Amrit Kalash Deposit Scheme: এই মাসেই শেষ সুযোগ দিচ্ছে SBI, ফিক্সড ডিপোজিটে ৭.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন আমানতকারীরা
ফাইল ছবি
| Edited By: | Updated on: Mar 13, 2023 | 9:12 AM
Share

দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India)। গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে শুরু করে বিবিধ সুবিধা নিয়ে এসেছে এই ব্যাঙ্ক। সেরকমই একটি বিশেষ স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট স্কিম (Fixed Deposit Scheme) শুরু করেছে SBI। গত মাসের ১৫ তারিখই এই স্কিম বাজারে নিয়ে আসা হয়। আর এই মাসেই মেয়াদ শেষ সেই FD স্কিমের। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই ‘অমৃত কলস ডিপোজিট’ স্কিমে মোটা উচ্চহারে সুদ পাবেন বিনিয়োগকারীরা। এই স্কিমের বিষয়ে বিশদে জেনে নিন এখানে-

অমৃত কলস ডিপোজিট স্কিমে সুদের হার:

এই বিশেষ স্কিমে সাধারণ নাগরিকদের ৭.১০ শতাংশ সুদ দিচ্ছে SBI। আর প্রবীণ নাগরিকরা ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন। এর পাশাপাশি এই অতিরিক্ত সুদ পাচ্ছেন কর্মীরাও।

এই স্কিমে কতটা টিডিএস কাটবে?

SBI-র অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, আয়কর আইনে নির্দিষ্ট করা হারেই টিডিএস কাটা হবে।

এই FD-র মেয়াদ:

৪০০ দিনের জন্য বিনিয়োগ করতে হবে গ্রাহকদের

এই স্কিমের মেয়াদ:

১৫ ফেব্রুয়ারি এই স্কিমের ঘোষণা করা হয়েছিল। আর এই স্কিমে গ্রাহকরা বিনিয়োগ করতে পারবেন ৩১ মার্চ পর্যন্ত।

অন্যান্য FD-র মেয়াদের SBI-র সুদের হার:

এই ব্যাঙ্ক বর্তমানে ২ বছর থেকে ৩ বছরের কম সময়ের FD-তে ৬.৭৫ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। আর ৩ বছর থেকে ৫ বছরের কম সময়ের স্থায়ী আমানতে ৬.২৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ সুদ দিচ্ছে।

এই হিসেব থেকে স্পষ্ট ‘অমৃত কলস ডিপোজিট’এ বিনিয়োগ করে কম সময়ে বেশি সুদ পাবেন গ্রাহকরা। তাই এই স্কিমে বিনিয়োগ করতে হলে ৩১ মার্চই ডেডলাইন। তার আগে করতে হবে বিনিয়োগ।