মোদী ম্যাজিক দালাল স্ট্রিটে! সরকার গড়তেই আকাশ ছুঁল সেনসেক্স, দিলখুশ বিনিয়োগকারীদের
Share Market: আজ, সোমবার শেয়ার বাজার খুলতেই হু হু করে চড়তে থাকে সেনসেক্সের সূচক। ৭৭ হাজারের সীমা পার করে সেনসেক্সের সূচক। অন্যদিকে, নিফটি৫০-ও দারুণ উচ্চতায় পৌঁছেছে।
মুম্বই: ভোটের ফল প্রকাশ হতেই ব্যাপক ধস নেমেছিল শেয়ার বাজারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিতেই আবার ঘুরে দাঁড়াল সেই বাজার। আজ, সোমবার শেয়ার বাজার খুলতেই হু হু করে চড়তে থাকে সেনসেক্সের সূচক। ৭৭ হাজারের সীমা পার করে সেনসেক্সের সূচক। অন্যদিকে, নিফটি৫০-ও দারুণ উচ্চতায় পৌঁছেছে।
এক্সিট পোল প্রকাশ হতেই যেখানে ব্যাপক উত্থান হয়েছিল সেনসেক্স-নিফটির সূচকে, সেখানেই ভোটের ফল প্রকাশ পেতেই হুড়মুড়িয়ে পড়ে সেনসেক্সের সূচক। মাত্র ১৫ মিনিটেই কয়েক লক্ষ কোটি টাকা হারান বিনিয়োগকারীরা। তবে রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী শপথ নিতেই আজ আবার শেয়ার বাজার ঘুরে দাঁড়ায়।
এ দিন সেনসেক্স-নিফটির উত্থানে সবথেকে বেশি লাভ করেছে পাওয়ারগ্রিড, এনটিপিসি, এসবিআই, টাটা মোটরস, অ্যাক্সিস ব্যাঙ্ক ও আল্ট্রাটেক সিমেন্ট। অন্যদিকে ক্ষতির মুখে পড়েছে টিসিএস, ইউপ্রো, ইনফোসিস ও টেক মাহিন্দ্রা।
নিফটি৫০-তে সবথেকে লাভ করেছে সিপলা ও আদানি পোর্ট।
আজ শেয়ার বাজারের হাল ফিরতেই মিডক্য়াপ ইনডেক্স ১.০৭ শতাংশ বৃদ্ধি হয়েছে, অন্যদিকে স্মলক্যাপ ইনডেক্স ১.২৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি রিয়েল ও নিফটি অয়েল অ্যান্ড গ্য়াসে যথাক্রমে ২.১৩ শতাংশ, ১.৮০ শতাংশ ও ১.১৪ শতাংশ বৃদ্ধি হয়েছে।