Stock Market News: আজ এপাশ-ওপাস-ধপাস বড়বড় শেয়ারের, বিকোচ্ছে জলের দরে
Share Market Fall: আজ, ১৩ জানুয়ারি বিকিকিনি শেষ হওয়ার পর ১৩.১২ শতাংশ দাম পড়েছে জাস্ট ডায়াল কোম্পানির শেয়ারের। শতাংশের নিরিখে যা আজকের সর্বোচ্চ। আর সেই তালিকায় ঠিক ৩ নম্বরে রয়েছে আদানির শেয়ার।
শেয়ার বাজারে ভয়ানক পতন। আজ ১৩ জানুয়ারি দেশের প্রথম ৫০০টি কোম্পানির মধ্যে ২০টি কোম্পানির শেয়ারের দর গত ১ বছরের সর্বনিম্ন দামে পৌঁছেছে। আর এর মধ্যে বেশিরভাগই লার্জ ক্যাপ কোম্পানি। অন্যদিকে নিফটি ১০০ সূচকে থাকা ১১টি কোম্পানি তাদের শেয়ারের দরে রেকর্ড পতন দেখেছে।
যে ২০টি কোম্পানির শেয়ারের দাম গত ১ বছরের মধ্যে সবচেয়ে কম, তার মধ্যে উল্লেখযোগ্য নাম অবশ্যই আদানি উইলমার, ভারতীয় জীবন বিমা নিগম, টাটা স্টিল, এমআরএফ, আইআরসিটিসি, ইউনিয়ন ব্যাঙ্কের মতো বেসরকারি ও সরকার অধিনস্থ সংস্থা।
আজ, ১৩ জানুয়ারি বিকিকিনি শেষ হওয়ার পর ১৩.১২ শতাংশ দাম পড়েছে জাস্ট ডায়াল কোম্পানির শেয়ারের। শতাংশের নিরিখে যা আজকের সর্বোচ্চ। আর সেই তালিকায় ঠিক ৩ নম্বরে রয়েছে আদানির শেয়ার। লোয়ার সার্কিট হিট করেছে গৌতম আদানির এই সংস্থা। আদানি উইলমারের শেয়ারের দাম ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৬২ টাকায়।
অবশ্য শুধু আজ নয়, গত কয়েক মাস ধরেই ক্রমাগত খারাপ পার্ফরম্যান্স করে গিয়েছে এই সংস্থা। গত ৭ দিনে প্রায় ২০.৮৫ শতাংশ পড়েছে আদানি উইলমারের শেয়ারের দাম। আদানির এই শেয়ারের দাম ক্রমাগত পড়লেও ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত কোম্পানির মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৫৭১ কোটি থেকে বেড়েছে ৮ হাজার ৩১৬ কোটি টাকায়। কোম্পানির লাভও বেড়েছে পাল্লা দিয়ে। ২০২০ সালে লভ্যাংশের পরিমাণ ছিল ৪০৩ কোটি টাকা। কোভিড পরবর্তী ২০২১ ও ২০২২ সালে সেই লাভের পরিমাণ বাড়লেও ২০২৩ ও ২০২৪-এ লাভের পরিমাণ কমেছিল সংস্থার। তবে লাভের পরিমাণ কমলেও এখনও ক্ষতির মুখে পড়েনি গৌতম আদানির এই সংস্থা।