Share Market: দালাল স্ট্রিটে ঝড়, এক লাফেই ১০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, হাসি ফুটল বিনিয়োগকারীদের মুখে
Share Market: এ দিন সকালেই ইতিবাচক প্রভাব দেখা গিয়েছিল শেয়ার মার্কেটে। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ গিফ্ট নিফটি ফিউচার ২২,৯৩৩.৫ সূচকে ট্রেড করছিল, যা বুধবার বাজার বন্ধ হওয়ার সময় সূচকের থেকে ২.৫ শতাংশ বেশি।

মুম্বই: ট্রাম্পের ট্যারিফে স্বস্তি মিলতেই ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। আজ, শুক্রবার সকালে শেয়ার বাজার খুলতেই তড়াক করে লাফিয়ে উঠল সেনসেক্স। ঊর্ধ্বমুখী নিফটির সূচকও। ১০০০ পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক পৌঁছেছে ৭৪,৯৪১.৫৩-তে। নিফটির সূচকও বেড়ে ২২,৭৫৪.০৫ পয়েন্টে পৌঁছেছে।
এ দিন সকালেই ইতিবাচক প্রভাব দেখা গিয়েছিল শেয়ার মার্কেটে। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ গিফ্ট নিফটি ফিউচার ২২,৯৩৩.৫ সূচকে ট্রেড করছিল, যা বুধবার বাজার বন্ধ হওয়ার সময় সূচকের থেকে ২.৫ শতাংশ বেশি। বেলা বাড়তেই, ১০টা নাগাদ সেনসেক্সের সূচক ১০৬১.২৬ পয়েন্ট লাফ দেয়। সেনসেক্স পৌঁছয় ৭৪,৯৪১.৫৩ অঙ্কে। এনএসই নিফটির সূচকও ৩৫৪.৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২২,৭৫৪.০৫ -এ পৌঁছয়।
বিগত কয়েকদিন ধরেই মন্দা চলছিল শেয়ার বাজারে। বুধবার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্সের ০.৫১ শতাংশ পতন হয়। নিফটির সূচকেও ১৩৬.৭০ পয়েন্ট পতন হয়ে ২২,৩৯৯.১৫-এ নেমে দাঁড়িয়েছিল। শেয়ার বাজারে এই ধসের নেপথ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। বিভিন্ন দেশের উপরে বিভিন্ন হারে শুল্ক বসিয়েছিলেন। আর তার জেরেই বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল।
তবে গতকালই ৭৫টি দেশকে স্বস্তি দিয়েছেন ট্রাম্প। আপাতত ৯০ দিনের জন্য রেসিপ্রোকাল ট্যারিফ স্থগিত রেখেছেন। এই সিদ্ধান্তের পরই হাল ফিরল শেয়ার বাজারেও।
ভারতের শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হলেও, এশিয়ার শেয়ার বাজারে ধস নেমেছে। জাপানের নিক্কেই ২২৫ ইনডেক্সে ৫.৬ শতাংশ পতন হয়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি ১.৬ শতাংশ পতন হয়েছে।
এদিকে, মার্কেটের অস্থিরতার মধ্যেই ভারতে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে। ১০ গ্রাম সোনার দাম ৯১ হাজার ৫০০ টাকা।

