SIP Investment: মাসে ২ হাজার টাকা করে বিনিয়োগ করলে ৫ বছরে মিলতে পারে ১.৬২ লক্ষ টাকা, কোথায় এই সুযোগ মিলবে জানুন

SIP: মিউচ্যুয়াল ফান্ডের বিভিন্ন প্রক্রিয়ার অন্যতম হল এসআইপি। এসআইপি-তে প্রতি মাসে ৫০০ টাকার মতো কম অঙ্কের টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যেতে পারে। রোলার কোস্টারের মতো, বাজারের পরিবর্তন এবং আপনি যে নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডটি বেছে নিয়েছেন সেটির উত্থান-পতনের সঙ্গে আপনার এসআইপি রিটার্নেরও উত্থান-পতন চলতে পারে।

SIP Investment: মাসে ২ হাজার টাকা করে বিনিয়োগ করলে ৫ বছরে মিলতে পারে ১.৬২ লক্ষ টাকা, কোথায় এই সুযোগ মিলবে জানুন
প্রতীকী ছবি।Image Credit source: GETTY
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 11:29 AM

কলকাতা: বর্তমানে টাকা সেভিংসের একাধিক পথ খুলে গিয়েছে। পুরানো জমানার মতো ব্যাঙ্ক বা পোস্ট অফিসে টাকা জমানোর পাশাপাশি এখন জনপ্রিয় হয়ে উঠেছে SIP (সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান)। কেননা SIP-এ অল্প সময়েই দুর্দান্ত রিটার্ন পাওয়া যায়। এবার SIP-এর একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে ICICI ব্যাঙ্ক। যেখানে অল্প টাকা বিনিয়োগে একটি নির্দিষ্ট সময়ের পর বিপুল রিটার্ন পাওয়া যেতে পারে।

এসআইপি বাজারের অস্থিরতার বিরুদ্ধে সুরক্ষা দেয়

মিউচ্যুয়াল ফান্ডের বিভিন্ন প্রক্রিয়ার অন্যতম হল এসআইপি। এসআইপি-তে প্রতি মাসে ৫০০ টাকার মতো কম অঙ্কের টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যেতে পারে। রোলার কোস্টারের মতো, বাজারের পরিবর্তন এবং আপনি যে নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডটি বেছে নিয়েছেন সেটির উত্থান-পতনের সঙ্গে আপনার এসআইপি রিটার্নেরও উত্থান-পতন চলতে পারে। তবে বাজারে অস্থিরতার থাকলেও এটি ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

ICICI ব্যাঙ্কের এসআইপি

ICICI ব্যাঙ্ক মিউচ্যুয়াল ফান্ডের বিভিন্ন ক্ষেত্রে নানান অফার দেয়। ব্লু চিপ ইক্যুইটি অপশন থেকে শুরু করে কমোডিটি ফান্ড অব ফান্ড – সব মিউচ্যুয়াল ফান্ডই ঝুঁকিপূর্ণ। তবে এগুলি বিশেষজ্ঞ তহবিল পরিচালকদের দ্বারা পরিচালনা করা হয়, যারা আপনার বিনিয়োগটি ঠিকমতো পরিচালনা করতে পারেন। মিউচ্যুয়াল ফান্ডের ভাল রিটার্নের ইঙ্গিত দিতে পারে। কিন্তু, ভবিষ্যতের জন্য গ্যারান্টি দেয় না।

SIP-এ বিনিয়োগে সম্ভাব্য আয়

সম্প্রতি ICICI ব্যাঙ্ক মিউচ্যুয়াল ফান্ডের একটি বিশেষ অফার নিয়ে এসেছে। যেখানে SIP-এর মাধ্যমে প্রতি মাসে ২ হাজার টাকা করে পাঁচ বছর বিনিয়োগ করলে গড় বার্ষিক রিটার্ন পাওয়া যেতে পারে ১২ শতাংশ। অর্থাৎ ৫ বছরের শেষে মোট ১,২০,০০০ টাকার বিনিয়োগ বেড়ে প্রায় ১,৬২,০০০ টাকা হতে পারে।

SIP ক্যালকুলেটর

আইসিআইসিআই ব্যাঙ্কের এসআইপিগুলি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সুযোগ সহজ করে দেয়। কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে আপনার বিনিয়োগ যথাযথ জায়গায় করা যেতে পারে এবং সম্ভাব্য চক্রবৃদ্ধি হতে পারে, সে বিষয়ে ব্যাঙ্কের তরফে গাইড করা যেতে পারে। মনে রাখা জরুরি যে, আপনার রিটার্ন নির্ভর করবে বাজারের অবস্থা এবং আপনার নির্বাচিত ফান্ডের সক্রিয়তার উপর। তাই মিউচ্যুয়াল ফান্ড বেছে নেওয়ার ব্যাপারে কোনও সংশয় থাকলে আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা যেতে পারে।