Passport Application: এত জালিয়াতি হচ্ছে চারিদিকে, পাসপোর্টের জন্য আবেদন করার সঠিক পদ্ধতি কী জানেন তো?

Passport: আবেদনপত্র জমা দেওয়ার ৯০ দিনের মধ্যে আবেদনকারীকে ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট অফিসে যেতে হবে। নাহলে পুনরায় আবেদন করতে হবে।

Passport Application: এত জালিয়াতি হচ্ছে চারিদিকে, পাসপোর্টের জন্য আবেদন করার সঠিক পদ্ধতি কী জানেন তো?
প্রতীকী চিত্র।Image Credit source: Getty Image & Pixabay
Follow Us:
| Updated on: Dec 29, 2024 | 1:49 PM

কলকাতা: ওপার বাংলার অশান্ত পরিবেশের মাঝেই এপার বাংলায় জঙ্গির হদিস। নকল পাসপোর্ট বানিয়ে ভারতে অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা। ভারতীয় পরিচয়পত্র বানিয়ে রাতারাতি জোগাড় করে নিচ্ছে পাসপোর্টও। আজ আবার প্রশ্ন উঠেছে পাসপোর্ট ভেরিফিকেশনের পদ্ধতি নিয়েও। এত কিছুর মাঝে অনেকের মনে প্রশ্ন, পাসপোর্টের জন্য আবেদনের সঠিক পদ্ধতি কী?

বিদেশে সফর বা ভ্রমণ করার জন্য পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।  এছাড়া পরিচয়ত্র হিসাবেও কাজে লাগে পাসপোর্ট। পাসপোর্ট আবেদন করার পদ্ধতি কিন্তু খুব একটা কঠিন নয়। বর্তমানে অফলাইনে পাসপোর্ট অফিসের পাশাপাশি অনলাইনেও পাসপোর্টের আবেদন করা যায়।

অনলাইনে কীভাবে পাসপোর্ট আবেদন করবেন?

  • অনলাইনে রেজিস্ট্রেশন- প্রথমেই পাসপোর্ট সেবা অনলাইন পোর্টাল passportindia.gov.in- এ ক্লিক করতে হবে।
  • এরপর হোমপেজে ক্লিক করুন। এখানে বৈধ লগ ইন আইডি দিয়ে লগ ইন করুন।
  • এবার দ্বিতীয় ধাপে ‘অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট’ অপশনে ক্লিক করুন এবং আবেদন পত্র পূরণ করে সাবমিট করুন।
  • পাসপোর্টের আবেদন করার জন্য একটি নির্দিষ্ট ফি দিতে হয়। এর জন্য অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করুন। এর মধ্যে ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা এসবিআই ব্যাঙ্ক চালান দিয়ে টাকা পেমেন্ট করতে হবে।
  • পেমেন্ট হয়ে গেলে অ্যাপ্লিকেশন রিসিটের প্রিন্ট বের করে রাখুন প্রমাণ হিসাবে।
  • তথ্য ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট সেবা কেন্দ্র বা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে।

আবেদনের সময় কী কী বিষয় মাথায় রাখবেন?

যদি জরুরি প্রয়োজন বা মেডিক্যাল ইমার্জেন্সি থাকে, তবে বিনা অ্যাপয়েন্টমেন্টেই পাসপোর্ট সেবা কেন্দ্রে যাওয়া যায়।

৪ বছরের কম বয়সী আবেদনকারীদের জন্য সাদা ব্যাকগ্রাউন্ডে বর্তমান পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ৯০ দিনের মধ্যে আবেদনকারীকে ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট অফিসে যেতে হবে। নাহলে পুনরায় আবেদন করতে হবে।