State Bank Of India: বিশ্বের সেরা ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবার পেল আন্তর্জাতিক স্বীকৃতি!
SBI, World's Best Consumer Bank 2025: নিউইয়র্কের 'গ্লোবাল ফাইন্যান্স' ম্যাগাজিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ২০২৫ সালের 'ওয়ার্ল্ডস বেস্ট কনজিউমার ব্যাঙ্ক' বা World's Best Consumer Bank 2025 হিসাবে স্বীকৃতি দিয়েছে। বিশ্ব ব্যাঙ্ক ও IMF বা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের বার্ষিক বৈঠকের সময় এই পুরস্কার ঘোষণা করা হয়।

এবার বিরাট এক আন্তর্জাতিক সম্মান পেল এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিউইয়র্কের ‘গ্লোবাল ফাইন্যান্স’ ম্যাগাজিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ২০২৫ সালের ‘ওয়ার্ল্ডস বেস্ট কনজিউমার ব্যাঙ্ক’ বা World’s Best Consumer Bank 2025 হিসাবে স্বীকৃতি দিয়েছে। বিশ্ব ব্যাঙ্ক ও IMF বা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের বার্ষিক বৈঠকের সময় এই পুরস্কার ঘোষণা করা হয়। এর পাশাপাশি ‘বেস্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া ২০২৫’-এর তকমাও জিতেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান, চাল্লা শ্রীনিবাসুলু সেট্টি বলেছেন, এই স্বীকৃতি ব্যাঙ্কের দৈনিক প্রতিশ্রুতির সম্মান। তিনি আরও বলেন, স্টেট ব্যাঙ্ক বর্তমানে ৫২ কোটি গ্রাহককে পরিষেবা দেয়। এ ছাড়াও প্রতিদিন ৬৫ হাজার নতুন গ্রাহক যোগ হন।
বর্তমানে স্টেট ব্যাঙ্ক ‘ডিজিটাল ফার্স্ট, কনজিউমার ফার্স্ট’ নীতিতে চলে। স্টেট ব্যাঙ্কের মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রায় ১০ কোটি গ্রাহক। এর মধ্যে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১ কোটি। আসলে স্টেট ব্যাঙ্কের পাওয়া এই পুরস্কার বিশ্ব ব্যাঙ্কিংয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইনোভেশন ও গ্রাহক পরিষেবার প্রতি দায়বদ্ধতাকেই তুলে ধরল।
