AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market: টানা পাঁচ দিন পতনে টালমাটাল শেয়ার বাজার, প্রায় ১২ লক্ষ কোটি হারিয়ে মাথায় হাত বিনিয়োগকারীদের

Stock Market News: বাজারের গ্রাফ লাগাতার নামায় ফের দালাল স্ট্রিট যেন দু’মাসের আগের অবস্থায় চলে গিয়েছে। শুক্রবার লেনদেন চলাকালীন সেনসেক্স ৪৭৩ পয়েন্ট কমে ৮৩,৭০৭.৯৮ পয়েন্টে চলে যায়। যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ১১ নভেম্বর সেনসেক্সকে এই ৮৩,০০০-এর ঘরে দেখা গিয়েছিল।

Share Market: টানা পাঁচ দিন পতনে টালমাটাল শেয়ার বাজার, প্রায় ১২ লক্ষ কোটি হারিয়ে মাথায় হাত বিনিয়োগকারীদের
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Updated on: Jan 09, 2026 | 4:24 PM
Share

কলকাতা: ধসের পর ধস। টানা পাঁচদিন ধরে টালমাটাল অবস্থা শেয়ার বাজারের। লাগাতার পতনের জেরে বড়সড় লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। শুক্রবার সপ্তাহের শেষ কার্যদিবসে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৪৫০ পয়েন্টের বেশি পড়ে গিয়ে ৮৪,০০০-এর নিচে নেমে আসে। তবে ধসের শুরুটা হয়েছিল গত ৫ জানুয়ারি থেকে। লাগাতার পতনে পাঁচ দিনে বাজার থেকে মুছে গিয়েছে বিনিয়োগকারীদের প্রায় ১১.৫৬ লক্ষ কোটি টাকা। মাত্র দুই দিনের ব্যবধানে সেনসেক্স প্রায় ১,২০০ পয়েন্ট হারিয়েছে। যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ক্রমেই বেড়েছে।  

বাজারের গ্রাফ লাগাতার নামায় ফের দালাল স্ট্রিট যেন দু’মাসের আগের অবস্থায় চলে গিয়েছে। শুক্রবার লেনদেন চলাকালীন সেনসেক্স ৪৭৩ পয়েন্ট কমে ৮৩,৭০৭.৯৮ পয়েন্টে চলে যায়। যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ১১ নভেম্বর সেনসেক্সকে এই ৮৩,০০০-এর ঘরে দেখা গিয়েছিল। এদিন দুপুর ১২টা নাগাদও সূচকটি ৪৩৮.৪২ পয়েন্ট কমে ৮৩,৭৪৭.৩৯ পয়েন্টে ছিল। তবে সকালে বাজার খোলার সময় ৮৪,০২২.০৯ পয়েন্টে খুললেও বেলা বাড়তেই পতনের মাত্রা ক্রমেই বাড়তে থাকে। 

সেনসেক্সের পাশাপাশি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটিও বড়সড় হ্রাসের সাক্ষী থাকল। শুক্রবার লেনদেনের এক পর্যায়ে নিফটি ১৪১.৭ পয়েন্ট কমে ২৫,৭৩৫.১৫ পয়েন্টে নেমে আসে। এর আগের দিন নিফটি ২৫,৮৭৬.৮৫ পয়েন্টে বন্ধ হয়েছিল। এদিন সকালে এটি ২৫,৮৪০.৪০ পয়েন্টে খোলার পর দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ ১২২.৫০ পয়েন্ট পড়ে গিয়ে ২৫,৭৬১.৪৫ পয়েন্টে লেনদেন হতে দেখা যায়। গত কয়েক দিনের এই টানা পতনে নিফটির গ্রাফও নিম্নমুখী। এর আগে গত ২ জানুয়ারি সেনসেক্স যেখানে ৮৫,৭৬২.০১ পয়েন্টে ছিল, ৯ জানুয়ারি তা ৮৩,৭০৭.৯৮ পয়েন্টে নেমে এসেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে সেনসেক্স ২,০৫৪.০৩ পয়েন্ট বা প্রায় ২ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। একইভাবে নিফটিও ২ জানুয়ারির ২৬,৩২৮.৫৫ পয়েন্ট থেকে ৫৯৩.৪ পয়েন্ট হারিয়ে বর্তমানে ২৫,৭৩৫.১৫ পয়েন্টের স্তরে নেমে এসেছে।