AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swiggy, Zomato-র দিন শেষ, এবার কম খরচে আপনাকে খাবার পৌঁছে দেবে Rapido!

Rapido Food Delivery: একসময় বাইক টাক্সি দিয়ে নিজেদের ব্যবসা শুরু করে র‍্যাপিডো। আর এবার স্যুইগি, জোম্যাটোর ডুয়োপলি ভাঙতে এবার আসরে নেমেছে র‍্যাপিডো।

Swiggy, Zomato-র দিন শেষ, এবার কম খরচে আপনাকে খাবার পৌঁছে দেবে Rapido!
Follow Us:
| Updated on: Jun 10, 2025 | 12:18 PM

স্যুইগি, জোম্যাটোর জন্য খারাপ খবর। তাদের ডুয়োপলি ভাঙতে এবার আসরে নেমেছে র‍্যাপিডো। স্যুইগি বা জোম্যাটো যে পরিমাণ কমিশন নেয় বিভিন্ন রেস্তোরাঁর থেকে, তার তুলনায় অনেক কম কমিশন নিয়ে এই সেক্টরে তাদের ব্যবসা শুরু করতে চলেছে র‍্যাপিডো।

একসময় বাইক টাক্সি দিয়ে নিজেদের ব্যবসা শুরু করে র‍্যাপিডো। পরবর্তীতে তারা নিজেদের ক্যাবের ব্যবসাও শুরু করে। বাইক ট্যাক্সি বা ক্যাব, এই দুই সেক্টরেই এক সময় ডুয়োপলি চালাতো উবর ও ওলা। র‍্যাপিডো এসে তাদের সেই একচ্ছত্র আধিপত্যে শুধুমাত্র থাবা বসিয়েছে এমন নয়, রীতিমতো তাদের ভয় ধরিয়ে দিয়েছিল। আর এবার র‍্যাপিডোর নজরে এমন এক সেক্টর যেখানে এখনও ডুয়োপলি চলে।

স্যুইগি বা জোম্যাটো যেখানে রেস্তোরাঁগুলোর থেকে ১৬-৩০ শতাংশ পর্যন্ত কমিশন নেয়, সেখানে র‍্যাপিডোর মডেলে এই কমিশন হতে চলেছে ৮ থেকে ১৫ শতাংশের মধ্যে। ডেলিভারি চার্জও অনেক সরলীকরণ করেছে র‍্যাপিডো। ৪০০ টাকার কমের কোনও অর্ডারের জন্য তারা ডেলিভারি ফি ধার্য করেছে মাত্র ২৫ টাকা। আর ৪০০ টাকার বেশি দামের অর্ডারের জন্য সেই ডেলিভারি ফি হতে চলেছে ৫০ টাকা বা তার বেশি।

জুনের শেষের দিকে বা জুলাইয়ের শুরুতে এই সেক্টরে তাদের কাজ শুরু করতে চলেছে র‍্যাপিডো। সংস্থার এক আধিকারিক ‘দ্য ইকোনমিক টাইমস’কে জানিয়েছে “এর ফলে ছোট ছোট রেস্তোরাঁগুলোর অনেক সুবিধা হবে”।

উল্লেখ্য, ২০১৫ সালে ওলা তাদের খাবার ডেলিভারি ব্যবসা ওলা ক্যাফে চালু করেছিল। পরবর্তীতে ২০১৭ সালে তারা ফুডপান্ডাকে কিনে নেয়। এর পরও ২০১৯ সালে এই সেক্টর থেকে বেরিয়ে যায় ওলা। বর্তমানে তারা ONDC-র মাধ্যমে এই সেক্টরে ফের প্রবেশ করেছে। অন্যদিকে, উবর ২০১৭ সালে উবর ইটস লঞ্চ করে। পরবর্তীতে ২০২০ সালের জানুয়ারিতে তাদের সেই ব্যবসা কিনে নেয় জ্যোমাটো। বর্তমানে জোম্যাটোতে ৯.৯৯ শতাংশ শেয়ার রয়েছে উবরের।