Tata Semiconductor: সেমিকন্ডাক্টর হাব তৈরি করতে চলেছে টাটা, সহযোগিতার জন্য কথা চালাচ্ছে ASML ও JT Corp-এর সঙ্গে!
Semiconductor Fabrication Hub: বিষয়টি ঠিক কী? আসলে টাটার লক্ষ্য শুধু সেমিকন্ডাক্টর হাব তৈরি করা নয়। বরং, চিপ তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত যন্ত্রাংশ ও প্রযুক্তি যাতে দেশেই তৈরি করা যায়, সেদিকেও নজর রয়েছে তাদের।

ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরি করার জন্য ঝাঁপিয়েছে টাটা ইলেকট্রনিক্স। গুজরাটের ঢোলেরা ও আসামে তাদের নতুন সেমি কন্ডাক্টার ফ্যাব্রিকেশন হাবগুলোর জন্য শক্তিশালী সাপ্লাই চেন তৈরি করতে তারা আলোচনা শুরু করেছে। আর এই সাপ্লাই চেনের জন্য তৈরি তালিকায় রয়েছে বিশ্বের তাবড় সংস্থা। এর মধ্যে ASML বা JT Corp-এর নাম উল্লেখ্যযোগ্য।
বিষয়টি ঠিক কী? আসলে টাটার লক্ষ্য শুধু সেমিকন্ডাক্টর হাব তৈরি করা নয়। বরং, চিপ তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত যন্ত্রাংশ ও প্রযুক্তি যাতে দেশেই তৈরি করা যায়, সেদিকেও নজর রয়েছে তাদের। আর এর জন্যই তারা এমন সংস্থাগুলির সাথে হাত মেলাচ্ছে যারা এই শিল্পের মূল চালিকাশক্তি।
ডাচ সংস্থা ASML চিপ তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ লিথোগ্রাফি মেশিন তৈরি করে। আর টাটা আপাতত তাদের থেকে সেই প্রযুক্তির মেশিন কিনবে।
JT Corp নামক সংস্থার ‘বার্ন-ইন সর্টিং সিস্টেম’ চিপের গুণমান পরীক্ষার জন্য একান্ত প্রয়োজনীয়। ফলে, খারাপ চিপগুলিকে শুরুতেই বাদ দিতে সাহায্য করে এই প্রযুক্তি।
টাটা তাদের কারখানাগুলি তৈরি করছে গুজরাট ও আসামে। তবে এর সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করতে প্রয়োজন অসংখ্য ছোট ও মাঝারি সহযোগী সংস্থার। শিল্প মহল বলছে, দেশে দক্ষ কর্মীর অভাব নেই। ফলে, খুব সহজেই এই সব জায়গায় সহযোগী সংস্থা গড়ে উঠবে। তবে টাটার এই উদ্যোগ বিশ্বের সেমি কন্ডাক্টারের মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। ফলে, এটাই দেখার আগামীতে সেখানে ভারত ঠিক কতটা জায়গা করে নিতে পারে।
