Tesla Car in India: এপ্রিল থেকে ভারতের রাস্তায় ছুটবে টেসলার গাড়ি, কত দাম পড়বে?
Tesla Manufacturing Unit in India: ইলন মাস্কের গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা অবশেষে ভারতে আসতে চলেছে। সরকারি সূত্রে খবর, ভারতেই দোকান বা কারখানা খুলতে চলেছে টেসলা। আগামী এপ্রিল মাসেই টেসলার কর্তারা ভারতে আসতে পারেন এবং সরকারের সঙ্গে গাড়ি প্রস্তুত করা নিয়ে আলোচনা করতে পারে।

নয়া দিল্লি: বড় খবর। ভারতে আসছে টেসলা। অপেক্ষার অবসান করে এবার ভারতের রাস্তায় ছুটবে ইলন মাস্কের তৈরি সম্পূর্ণ অটোমেটিক গাড়ি। যাত্রীদের স্টিয়ারিংও ধরতে হবে না। গাড়ি চলবে আপনা-আপনিই। আর টেসলা কিনতে কোটি কোটি টাকাও খরচ করতে হবে না। সাধ্যের মধ্যেই পাওয়া যাবে এই অত্যাধুনিক বিদ্যুৎ চালিত গাড়ি।
জানা যাচ্ছে, টেসলার বৈদ্যুতিক গাড়ি এবার ভারতে পাওয়া যাবে। আগামী এপ্রিল মাস থেকেই টেসলার গাড়ি ভারতে পাওয়া যাবে। প্রাথমিক স্তরেই প্রচুর টেসলা গাড়ি আনার পরিকল্পনা। সম্ভবত বার্লিন থেকে এই গাড়ি ভারতে আমদানি করা যাবে। ভারতে টেসলার সম্ভাব্য দাম হতে পারে ২১ লাখ টাকা।
শুধু গাড়ি বিক্রি নয়, ইলন মাস্কের গাড়ি প্রস্তুতকারক সংস্থাও ভারতে আসতে চলেছে। সরকারি সূত্রে খবর, ভারতেই দোকান বা কারখানা খুলতে চলেছে টেসলা। আগামী এপ্রিল মাসেই টেসলার কর্তারা ভারতে আসতে পারেন এবং সরকারের সঙ্গে গাড়ি প্রস্তুত করা নিয়ে আলোচনা করতে পারে।
সম্প্রতিই আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে টেসলা কর্তা ইলন মাস্কের সঙ্গেও কথা হয় তাঁর। এরপরই খবর, ভারতে আসতে চলেছে টেসলা।
সরকারি সূত্রে খবর মিলেছে, এপ্রিল মাসে টেসলার আধিকারিকরা ভারতে আসবেন। প্রধানমন্ত্রীর দফতরের একাধিক শীর্ষ কর্তা থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে বৈঠক করবেন তারা। ওই বৈঠকে ভারতে টেসলার বিনিয়োগ পরিকল্পনা, ফ্যাক্টরির সম্ভাব্য স্থান, ভারতে ইলেকট্রিক ভেহিকল তৈরি নিয়ে সরকারি নীতি কী হবে, সে সম্পর্কে আলোচনা হবে।
সূত্রের খবর, ভারতে টেসলা গাড়ি উৎপাদন কারখানা তৈরি হলে, প্রথম স্তরেই ৩ থেকে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে। সম্ভবত মহারাষ্ট্র বা গুজরাটে টেসলার কারখানা তৈরি হতে পারে।
প্রসঙ্গত, সম্প্রতিই কেন্দ্রীয় সরকার ইলেকট্রিক গাড়ির জন্য নতুন নীতি এনেছে, যেখানে ভারতে উৎপাদন ইউনিট তৈরি করলে আমদানি শুল্কে ছাড় পাওয়া যাবে। যদি কোনও ইভি কোম্পানি ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে, তবে বছরে ৮০০০ ইলেকট্রিক গাড়ি আমদানি করতে পারবে মাত্র ১৫ শতাংশ শুল্কে। তবে ৩ বছরের মধ্যে অন্তত ৫০ শতাংশ বিনিয়োগ এবং ৫ বছরের মধ্যে উৎপাদন শুরু করতে হবে। টেসলাও এই নীতির অধীনেই ভারতে গাড়ি উৎপাদন শুরু করতে পারে।

