Tesla Share Price Plunge: ভারতে ঢোকার আগেই বিরাট ধাক্কা খেল টেসলা, প্রায় ১২ লক্ষ কোটি টাকা খোয়া গেল ইলন মাস্কের!
Elon Musk: টেসলার শেয়ারের দাম কদিনে পড়েছে ১৫ শতাংশ। ১৩২ বিলিয়ন আমেরিকান ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১১ লক্ষ ৫১ হাজার কোটি টাকা সম্পদ কমেছে আমেরিকান ধনকুবের ইলন মাস্কের।

কয়েকটা দিন আগেই আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকও করেন ইলন মাস্কের সঙ্গেই। আর তারপরই ভারতে আসার খবর জানিয়েছিল টেসলা। আর তার ১ মাসের মধ্যেই বিরাট ধাক্কা খেলও এই আমেরিকান ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা। মার্চের ১০ তারিখ সংস্থার শেয়ারের মূল্য হুড়মুড়িয়ে প্রায় ১৫ শতাংশ কমে যায়। আর এর ফলে প্রায় ১২৫ বিলিয়ন আমেরিকান ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ ৯০ হাজার কোটি টাকা বাজার থেকে হারায় তারা। যা ভারতের প্রধান ৩ গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি, টাটা মোটরস ও মাহিন্দ্রার সম্মিলিত বাজার মূল্যের তুলনায় বেশি।
টেসলার শেয়ারের দামে এই পতনে বিরাট ধাক্ককা খেয়েছেন আমেরিকান ধনকুবের ইলন মাস্কও। সংবাদসংস্থা ব্লুম্বার্গের তথ্য বলছে, ২০২৫ সালের ১১ মার্চ পর্যন্ত ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ কমেছে ১৩২ বিলিয়ন আমেরিকান ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১ লক্ষ ৫১ হাজার কোটি টাকা। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩০১ বিলিয়ন আমেরিকান ডলার। ২৬ লক্ষ ২৪ হাজার ৩৩৫ কোটি টাকা। উল্লেখ্য, মাস্কই একমাত্র ধনকুবের নন যাঁর সম্পত্তি গত ১ বছরে হুড়মুড়িয়ে কমেছে। মাস্ক ছাড়াও অ্যামাজনের জেফ বেজোস, এনভিডিয়ার জেনসেন হুয়াং ও ডেলের মিখায়েল ডেলের সম্পত্তির পরিমাণও কমেছে বেশ অনেকটা।
টেসলার শেয়ারের দাম এই পতনের পিছনে বেশ কয়েকটা কারণের কথা বলছেন বিশেষজ্ঞরা। আমেরিকার রাজনীতিতে মাস্কের প্রবেশ কিছুটা হলেও টেসলার ইমেজে ধাক্কা দিয়েছে। আবার অনেকে বলছেন, চিনে টেসলার নতুন আধা-স্বয়ংক্রিয় ফিচার নিয়ে আসতে দেরি হওয়াও টেসলার শেয়ারের দামে প্রভাব ফেলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ট্রাম্পের শুল্ক যুদ্ধ। যে কারণে অনেক ক্ষেত্রে দাম বেড়েছে টেসলার গাড়ির ও ধাক্কা খেয়েছে শেয়ারের দাম।
কোনও রকম বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





