Traffic Rule: হেলমেট না পরেই রাস্তায়? একদিনে কতবার জরিমানা হতে পারে জানলে আর ভুল করবেন না

Traffic Challan: রাস্তাঘাটে গাড়ি-বাইক চালানোর সময় ট্রাফিক আইন লঙ্ঘন করলেই পুলিশ জরিমানা করে। কাগজের চালান বা অনলাইনে মেমো পাঠায় পুলিশ। এবার অনেকেই মনে করেন, একবার পুলিশ চালান কাটলে, ওই দিনে আর মেমো বা জরিমানা দিতে হবে না। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল।

Traffic Rule: হেলমেট না পরেই রাস্তায়? একদিনে কতবার জরিমানা হতে পারে জানলে আর ভুল করবেন না
ফাইল চিত্রImage Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: Mar 08, 2024 | 6:30 AM

কলকাতা: রাস্তাঘাটে অনেক সময়ই দেখা যায়, বাইকে আরোহীর মাথায় হেলমেট নেই। ট্রাফিক পুলিশের হাত থেকে বাঁচতে অনেকে গলি দিয়েও পালিয়ে যান। তবে হেলমেট ছাড়া যদি ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন, তবে জরিমানা দিতে আপনি বাধ্য। ট্রাফিকের নিয়ম অনুযায়ী, যদি কেউ বিনা হেলমেটে ধরা পড়েন, তবে আপনাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। এবার প্রশ্নটা হল, যদি পুলিশ চালান কাটে, তবে কি ওই দিনে ফের ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লে জরিমানা দিতে হবে?

রাস্তাঘাটে গাড়ি-বাইক চালানোর সময় ট্রাফিক আইন লঙ্ঘন করলেই পুলিশ জরিমানা করে। কাগজের চালান বা অনলাইনে মেমো পাঠায় পুলিশ। এবার অনেকেই মনে করেন, একবার পুলিশ চালান কাটলে, ওই দিনে আর মেমো বা জরিমানা দিতে হবে না। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি যদি ওভারস্পিডিং করে পুলিশের হাতে ধরা পড়েন এবং পুলিশ চালান কাটে, তবে ওই চালান কিন্তু সারাদিনের জন্য স্থায়ী হয় না। একবার চালান কাটা বা জরিমানা দেওয়ার পরও যদি আপনি ফের ওভারস্পিডিং করেন, তবে ফের আপনাকে চালান পাঠানো হবে, কারণ এই কাজ উদ্দেশ্যমূলকভাবে করেছেন।

একইভাবে, আপনি যদি সিট বেল্ট না পরেন এবং আপনাকে এরজন্য চালান বা মেমো দেওয়া হয়, তারপরও যদি আপনি একদিনের মধ্যেই ফের এক ভুল করেন, তাহলে ফের জরিমানা করা হতে পারে। কারণ আপনি উদ্দেশ্যমূলকভাবেই সিটবেল্ট পরেননি।

তবে যদি আপনাকে হেলমেট না পরার জন্য জরিমানা করা হয়, তবে আপনাকে একইদিনে সর্বাধিক দু’বার চালান পাঠানো হতে পারে,  কারণ অবিলম্বে ভুল সংশোধন করার সুযোগ নেই আপনার কাছে।