Aadhaar Card: আধার কার্ড তৈরি বা আপডেট করতে লাগবে কোন নথি! জানেন কি?
Unique Identification Authority Of India: আধার আপডেটের ক্ষেত্রে যে যে নথির প্রয়োজন, সেই নথির তালিকায় সদ্যই কিছু বদল এসেছে। অর্থাৎ আগের তুলনায় আধার কার্ড তৈরির ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটা আরও আঁটোসাঁটো করার জন্যই পুরনো তালিকা সংশোধন করেছে দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি।

আপনার আধার কার্ডে কিছু ভুল ভ্রান্তি রয়েছে কি? তাহলে আপনার আধার কার্ড তো সবার আগে আপডেট করতে হবে। আর এই আপডেটের ক্ষেত্রে যে যে নথির প্রয়োজন, সেই নথির তালিকায় সদ্যই কিছু বদল এসেছে। অর্থাৎ আগের তুলনায় আধার কার্ড তৈরির ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটা আরও আঁটোসাঁটো করার জন্যই পুরনো তালিকা সংশোধন করেছে দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি।
আধারে আপনার নাম বা ছবিতে গোলমাল থাকলে আপনাকে প্রুফ অফ আইডেন্টিফিকেশন জমা করতে হয় এই ক্ষেত্রে একাধিক নথি জমা করা যায়। ইউআইডিএআই বলছে পাসপোর্ট, রেশন কার্ড বা ই রেশন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্র বা রাজ্য সরকার বা সরকারী সংস্থার পরিচয়পত্র, পেনশনভোগীর পরিচয়পত্র, ইএসআইসি বা মেডিক্লেমের কার্ড, মনরেগা জব কার্ড, জন্ম শংসাপত্র, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রয়োজন হয়। এ ছাড়াও কোনও এমপি, এমএলএ, এমএলসি বা গেজেটেড অফিসার বা তহসিলদার কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট ও জেলের বন্দী হিসাবে সেখান থেকে প্রাপ্ত নথি থাকলেও চলে যায়।
আপনার যদি ঠিকানায় গোলমাল থাকে তাহলে প্রুফ অফ অ্যাড্রেস জমা করতে হয় আপনাকে। এর জন্য আপনাকে পাসপোর্ট, রেশন কার্ড বা ই রেশন কার্ড, ভোটার কার্ড, পেনশনভোগীর পরিচয়পত্র, ইএসআইসি বা মেডিক্লেমের কার্ড, মনরেগা জব কার্ড, জন্ম শংসাপত্র, বিদ্যুতের বিল, জলের বিল, ব্রড ব্যান্ডের বিল, গ্যাসের বিল, সম্পত্তি করের রশিদের মতো নথি দেখাতে হয়।
আবার জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে জন্ম শংসাপত্র, পাসপোর্ট, বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সার্টিফিকেট যেখানে জন্মতারিখের উল্লেখ রয়েছে এসব প্রয়োজন হয়। শিশুদের ক্ষেত্রে বয়স ৫ বছরের কম হলে ওই শিশুর জন্ম শংসাপত্র প্রয়োজন হয়। এ ছাড়াও পরিবারের যিনি প্রধান তাঁর সঙ্গে ওই শিশুর কী সম্পর্ক সেটাও জানতে চায় ইউআইডিএআই। আর যদি কারও বয়স ৫ থেকে ১৮ বছর হয়, তাহলে প্রাপ্ত বয়স্কের তালিকা থেকে কোনও পরিচয় পত্রের নথি ও কোনও ঠিকানার প্রমাণপত্রের নথি লাগবে। এরই সঙ্গে জন্মের প্রমাণপত্র ও ওই ব্যক্তির পরিবারের যিনি প্রধান তাঁর সঙ্গে ওই ব্যক্তির কী সম্পর্ক সেটাও জানতে চায় ইউআইডিএআই।
