বর্ষবরণের মুখেই বিক্রি বন্ধ Apple Smartwatch-র লেটেস্ট সব মডেলের, কী হল হঠাৎ?

Apple Smart Watch Sell Ban: বেশ কিছু অ্যাপেলের স্মার্টওয়াচ মডেলের বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার থেকে আর অ্যাপেলের স্মার্টওয়াচ পাওয়া যাবে না। মূলত রক্তে অক্সিজেনের মাত্রা মাপতে পারে, এমন স্মার্টওয়াচগুলির উপরেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বর্ষবরণের মুখেই বিক্রি বন্ধ Apple Smartwatch-র লেটেস্ট সব মডেলের, কী হল হঠাৎ?
ফাইল চিত্রImage Credit source: Apple
Follow Us:
| Updated on: Dec 27, 2023 | 8:56 AM

ওয়াশিংটন: চলছে ছুটির মরশুম। ক্রিসমাস, নিউইয়ারের আনন্দে মেতে সকলে। উপহার দেওয়া-নেওয়ার মরশুমে দেদার ছাড় বা সেল দেয় বড় বড় সংস্থাগুলিও। তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায় পছন্দসই অনেক জিনিসই। মোবাইল ফোন বা ইয়ারপড কিংবা স্মার্টওয়াচ, অনেকেরই প্রথম পছন্দ অ্য়াপেলের (Apple) পণ্যই। বছর শেষে যেখানে অ্যাপেলের বিভিন্ন পণ্যে ছাড় দেওয়া হচ্ছে, সেই সময়ই দুঃসংবাদ। বন্ধ হয়ে গেল অ্যাপেলের স্মার্টওয়াচ (Apple Smartwatch) বিক্রি। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? কী সমস্য়া হল?

আমেরিকায় বেশ কিছু অ্যাপেলের স্মার্টওয়াচ মডেলের বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার থেকে আর অ্য়াপেলের স্মার্টওয়াচ পাওয়া যাবে না। জানা গিয়েছে, জো বাইডেন প্রশাসন একটি পেটেন্ট লঙ্ঘনের সপক্ষে ভেটো দিতে অস্বীকার করেছে। এরপরই মার্কিন প্রসাশনের তরফে বেশ কিছু অ্যাপেলের স্মার্টওয়াচ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। মঙ্গলবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

জানা গিয়েছে, গত অক্টোবর মাসেই আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের (International Trade Commission) তরফে অ্যাপেলের বেশ কিছু স্মার্টওয়াচের মডেলের উপরে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেয়। মূলত রক্তে অক্সিজেনের মাত্রা মাপতে পারে, এমন স্মার্টওয়াচগুলির উপরেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

যদিও অ্যাপেলের দাবি ছিল, আইটিসির রিপোর্ট ত্রুটিযুক্ত এবং এই সিদ্ধান্ত বদলানো উচিত। কিন্তু এরপরে অ্যাপেল সংস্থা নিজেই গত সপ্তাহ থেকে অ্য়াপেল ওয়াচ সিরিজ ৯ ও অ্যাপেল ওয়াচ আল্ট্রা ২ বিক্রি বন্ধ করে দেয়। সংস্থার তরফে জানানো হয়েছে, তারা আমেরিকার ফেডেরাল কোর্টে মামলা করবে।