Post Office MIS: আজ থেকে বদলে যাচ্ছে পোস্ট অফিসের একাধিক স্কিমের সুবিধা, MIS-এ এবার দ্বিগুন লাভ

MIS: পোস্ট অফিসের মাসিক সঞ্চয় প্রকল্পে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারলে প্রতি মাসে সুদ পাওয়া যাবে।

Post Office MIS: আজ থেকে বদলে যাচ্ছে পোস্ট অফিসের একাধিক স্কিমের সুবিধা, MIS-এ এবার দ্বিগুন লাভ
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 01, 2023 | 8:00 AM

Post Office MIS: পোস্ট অফিসে মাসিক সঞ্চয়ের পথে হাঁটতে পারেন ১ এপ্রিল থেকে। কারণ Monthly Savings Scheme (MIS) সিঙ্গল অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা অবধি বিনিয়োগ করার সুযোগ দেবে। এর সীমা আগে ৪.৫ লক্ষ টাকা অবধি ছিল। অন্যদিকে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে মাসে ১৫ লক্ষ টাকা অবধি বিনিয়োগ করা যাবে। এর আগে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বিনিয়োগের সীমা ৯ লক্ষ টাকা অবধি ছিল। গত ১ ফেব্রুয়ারি বাজেট প্রস্তাব পেশ করার সময় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই প্রকল্পের আওতায় ৭.১ শতাংশ সুদ পাওয়া যাবে প্রতি মাসে।

মাসিক সঞ্চয় প্রকল্পে (MIS) বিনিয়োগ করতে চাইলে সেক্ষেত্রে বিনিয়োগকারী একবারই একসঙ্গে টাকা জমা করতে পারবেন। এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হল, প্রতি মাসে এই প্রকল্পে কোনও জমা (Deposit) করতে হবে না। বরং পোস্ট অফিস প্রতি মাসে কিস্তি হিসাবে সুদ দেবে। কতটা টাকা জমা করছেন বিনিয়োগকারী, তার উপরই নির্ভর করবে কত টাকা সুদে হাতে পাবেন।

পোস্ট অফিসের মাসিক সঞ্চয় প্রকল্পে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারলে প্রতি মাসে সুদ পাওয়া যাবে। ৫ বছর পূর্ণ হলে মূল অঙ্কের পরিমাণও হাতে আসবে বিনিয়োগকারী। অর্থাৎ ৫ বছরে অনেকটাই অতিরিক্ত টাকার মুখ দেখতে পারবেন সঞ্চয়ী। আবারও ৫ বছরের জন্য এই প্রকল্পে টাকা রাখা যাবে। এভাবে ৫ বছর করে মোট ১৫ বছর এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।

এমআইএস ছাড়াও বিভিন্ন স্মল সেভিংস স্কিমে (Small Savings Scheme) সুদের হার বাড়িয়েছে কেন্দ্র সরকার। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিসান বিকাশ পত্র রয়েছে তালিকায়। এই প্রকল্পগুলি সম্পর্কে আরও বিশদে জানতে পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন।