AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিদেশের রেল ট্র্যাকে বন্দে ভারত চলতে পারে শীঘ্রই

BEML-এর চূড়ান্ত লক্ষ্য হল রফতানি ৪ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা। তিনটি মূল ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেগুলি হল খনি ও নির্মাণ, প্রতিরক্ষা, এবং রেল ও মেট্রো।

বিদেশের রেল ট্র্যাকে বন্দে ভারত চলতে পারে শীঘ্রই
পর্যটকদের সুবিধার জন্য ইতিমধ্যে দিল্লি থেকে সরাসরি বৈষ্ণোদেবী অর্থাৎ কাটরা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে ভারতীয় রেল। এবার আরও একটি স্পেশাল ট্রেন চালু হতে চলেছে
| Updated on: Aug 13, 2024 | 5:46 AM
Share

নয়া দিল্লি: শুধু বুলেট ট্রেন নয়, গোটা বিশ্বের ট্র্যাকেও এবার চলবে ভারতের ‘বন্দে ভারত’। আগামী কয়েক বছরে বন্দে ভারত এবং বন্দে মেট্রো ট্রেনের রফতানি বাড়বে বলে জানা গিয়েছে। সরকারি সংস্থা বিইএমএল (BEML)-এই অনুমানের কথা জানিয়েছে।

বিইএমএল চেয়ারম্যান শান্তনু রায় একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রথমে দেশে বন্দে ভারত ট্রেন চালু করা হবে। পরের বছর চেষ্টা করা হবে রফতানি করতে। বর্তমানে ভারতীয় রেলের জন্য বন্দে ভারত স্লিপার ট্রেন সেটের প্রথম প্রোটোটাইপ তৈরি করছে, যা আগামী মাসে চালু হবে বলে আশা করা হচ্ছে। এরপর মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা সহ একাধিক জায়গায় সুযোগ খোঁজা হবে।

BEML-এর চূড়ান্ত লক্ষ্য হল রফতানি ৪ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা। তিনটি মূল ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেগুলি হল খনি ও নির্মাণ, প্রতিরক্ষা, এবং রেল ও মেট্রো।

বর্তমানে দেশে একাধিক বন্দে ভারত চলছে। ট্রেনগুলি যাতে সর্বোচ্চ ১৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে চলতে পারে, সেই প্রচেষ্টাও শুরু করেছে রেল। গত বছরই রেলের এক আধিকারিক জানান, ইউরোপ, দক্ষিণ আমেরিকাতেও রফতানি করা হতে পারে বন্দে ভারত। ২০২৫-২৬ থেকে সেই রফতানি শুরু হতে পারে বলে জানা গিয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)