AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Internet না থাকলেও করা যাবে Video Call, Google-এর ফোনে আসছে দারুণ ফিচার!

Google Pixel: নেটওয়ার্ক ছাড়া ফোন! ইন্টারনেট ছাড়া ভিডিয়ো কল? সেই সমস্যা সমাধানে এবার উদ্যোগী হয়েছে মার্কিন টেক সংস্থা গুগল।

Internet না থাকলেও করা যাবে Video Call, Google-এর ফোনে আসছে দারুণ ফিচার!
Image Credit: https://x.com/
| Updated on: Aug 28, 2025 | 11:57 AM
Share

ধরুন আপনার ফোনে নেটওয়ার্ক নেই। বা চলছে না। তাহলে কী করবেন? ভিডিয়ো কল তো ভুলে যান, সাধারণ ফোনও করতে পারবেন না। আর সেই সমস্যা সমাধানে এবার উদ্যোগী হয়েছে মার্কিন টেক সংস্থা গুগল।

২৮ অগস্ট বাজারে আসছে গুগলের পিক্সেল ১০ সিরিজের ফোন। আর তাতেই এই মারাত্মক ফিচার দিয়েছে মার্কিন টেক জায়ান্ট। সাধারণ ইন্টারনেট ছাড়াই, উপগ্রহ ভিত্তিক সাধারণ ফোন ও হোয়াটস অ্যাপে ভিডিয়ো কল করতে পারবেন মানুষজন। গুগলের দাবি স্মার্টফোনে এই ধরনের ফিচার তারাই প্রথম নিয়ে আসতে চলেছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া সাইট এক্সে একটি ভিডিয়ো পোস্ট করেছে গুগল। আর সেখানেই দেখা গিয়েছে পিক্সেল ১০ সিরিজের একটু ফোনে হোয়াটসঅ্যাপ কল ধরছেন একজন। আর সেই সময় ফোনের স্টেটাস বারে দেখা গিয়েছে কৃত্রিম উপগ্রহের আইকন।

গুগল আরও জানিয়েছে, এই সুবিধা থাকায় ব্যবহারকারী সিমকার্ড ছাড়াই অন্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শুধুমাত্র জরুরি অবস্থায় সেই সুবিধা পাবেন গ্রাহক, এমন নয়। গুগল জানাচ্ছে গ্রাহক সব সময় এই সুবিধা পাবেন।