Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siddharth Mallya Wedding: ১১৬৮৩৯৫৯০০ দামের প্রাসাদে বসল বিজয় মালিয়ার ছেলের বিয়ের আসর, কী আছে সেই বাড়ির অন্দরে

Siddharth Mallya Wedding: গোটা বাড়িটি কড়া নিরাপত্তায় মোড়া। রয়েছে লোহার গেট, প্রচুর সিসিটিভি ক্যামেরা। ফলে ভিতরে প্রবেশ করা বেশ কঠিন।

| Updated on: Jun 24, 2024 | 3:51 PM
কোটি কোটি টাকা তছরূপে অভিযুক্ত বিজয় মালিয়া বর্তমানে পলাতক। কিন্তু ছেলে সিদ্ধার্থ মালিয়ার বিয়েতে সেজেগুজে পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে। দীর্ঘদিনের প্রেমিকা জেসমিনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ। ব্রিটেনে হার্টফোর্ডশায়ারের 'তেউইন'-এ 'লেডিওয়াক' নামের অট্টালিকায় বসেছিল সেই বিয়ের আসর।

কোটি কোটি টাকা তছরূপে অভিযুক্ত বিজয় মালিয়া বর্তমানে পলাতক। কিন্তু ছেলে সিদ্ধার্থ মালিয়ার বিয়েতে সেজেগুজে পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে। দীর্ঘদিনের প্রেমিকা জেসমিনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ। ব্রিটেনে হার্টফোর্ডশায়ারের 'তেউইন'-এ 'লেডিওয়াক' নামের অট্টালিকায় বসেছিল সেই বিয়ের আসর।

1 / 7
'লেডিওয়াক' নামে এই প্রাসাদোপম বাড়িটি কিনেছিলেন বিজয় মালিয়া। ইউকে-তে চলে যাওয়ার আগে ২০১৫ সালে এই বাড়িটি কেনেন তিনি। সেই বাড়িতে বিয়ের অনুষ্ঠানে হয়েছিল অতিথিদের সমাগম। উপস্থিত ছিলেন আত্মীয় ও বন্ধুরা।

'লেডিওয়াক' নামে এই প্রাসাদোপম বাড়িটি কিনেছিলেন বিজয় মালিয়া। ইউকে-তে চলে যাওয়ার আগে ২০১৫ সালে এই বাড়িটি কেনেন তিনি। সেই বাড়িতে বিয়ের অনুষ্ঠানে হয়েছিল অতিথিদের সমাগম। উপস্থিত ছিলেন আত্মীয় ও বন্ধুরা।

2 / 7
জানা যায় 'লেডিওয়াক' বাড়িটি অ্যান্থনি হ্যামিলটনের কাছ থেকে কিনেছিলেন মালিয়া। এফ ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের বাবা অ্যান্থনির এই বিলাসবহুল বাড়িটি ২০ একর জমির ওপর তৈরি। ব্রিটেনের এক শান্ত পরিবেশে অবস্থিত এটি।

জানা যায় 'লেডিওয়াক' বাড়িটি অ্যান্থনি হ্যামিলটনের কাছ থেকে কিনেছিলেন মালিয়া। এফ ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের বাবা অ্যান্থনির এই বিলাসবহুল বাড়িটি ২০ একর জমির ওপর তৈরি। ব্রিটেনের এক শান্ত পরিবেশে অবস্থিত এটি।

3 / 7
'লেডিওয়াক' বাড়িটির সঙ্গেই রয়েছে আউটহাউস, সুইমিং পুল, ফোয়ারা , টেনিস কোর্ট। সঙ্গে রয়েছে একটি বিরাট গ্যারাজ, যেখানে এখনও মালিয়ার বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে।

'লেডিওয়াক' বাড়িটির সঙ্গেই রয়েছে আউটহাউস, সুইমিং পুল, ফোয়ারা , টেনিস কোর্ট। সঙ্গে রয়েছে একটি বিরাট গ্যারাজ, যেখানে এখনও মালিয়ার বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে।

4 / 7
বিয়েতে উপস্থিত এক অতিথি বাড়িটির ছবি পোস্ট করেছেনন সোশ্যাল মিডিয়ায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, অতিথিদের সমাগম হয়েছে। বাড়ির সাজানো লনের ছবিও দেখা যাচ্ছে সেখানে।

বিয়েতে উপস্থিত এক অতিথি বাড়িটির ছবি পোস্ট করেছেনন সোশ্যাল মিডিয়ায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, অতিথিদের সমাগম হয়েছে। বাড়ির সাজানো লনের ছবিও দেখা যাচ্ছে সেখানে।

5 / 7
সূত্রের খবর, মালিয়া এই বাড়িটি কিনেছিলেন ১৪ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১৬ কোটি টাকা (১১৬৮৩৯৫৯০০)। তাঁর কেনা একাধিক বাড়ির মধ্যে এটি একটি। পরে সেই বাড়ি আরও সাজানো  হয়।

সূত্রের খবর, মালিয়া এই বাড়িটি কিনেছিলেন ১৪ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১৬ কোটি টাকা (১১৬৮৩৯৫৯০০)। তাঁর কেনা একাধিক বাড়ির মধ্যে এটি একটি। পরে সেই বাড়ি আরও সাজানো হয়।

6 / 7
গোটা বাড়িটি কড়া নিরাপত্তায় মোড়া। রয়েছে লোহার গেট, প্রচুর সিসিটিভি ক্যামেরা। ফলে ভিতরে প্রবেশ করা বেশ কঠিন। স্থানীয় বাসিন্দারাও বাড়িটির বিষয়ে খুব বেশি কিছু বলতে পারেন না। তবে, কেউ কেউ হেলিকপ্টার উড়তে দেখেছেন।

গোটা বাড়িটি কড়া নিরাপত্তায় মোড়া। রয়েছে লোহার গেট, প্রচুর সিসিটিভি ক্যামেরা। ফলে ভিতরে প্রবেশ করা বেশ কঠিন। স্থানীয় বাসিন্দারাও বাড়িটির বিষয়ে খুব বেশি কিছু বলতে পারেন না। তবে, কেউ কেউ হেলিকপ্টার উড়তে দেখেছেন।

7 / 7
Follow Us: