AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: Puma-র সঙ্গে আট বছরের সম্পর্ক ছিঁড়ে বাঙালির ব্যবসায় টাকা ঢালবেন বিরাট! চড়ছে জল্পনা

Virat Kohli: তবে পুমা ছেড়ে অ্যাগলিটাসে কোহলির 'বিরাট' আগমনে থাকছে আরও কিছু শর্তও। জানা গিয়েছে, বিনিয়োগের বিনিময়ে ক্রিকেটারের নিজের তৈরি লাইফস্টাইল ব্র্যান্ড ওয়ান ৮ (One 8)-এর ব্যবসা বাড়ানো ও দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পড়েছে এই অ্যাগলিটাসের কর্তাদের কাঁধে।

Virat Kohli: Puma-র সঙ্গে আট বছরের সম্পর্ক ছিঁড়ে বাঙালির ব্যবসায় টাকা ঢালবেন বিরাট! চড়ছে জল্পনা
বিরাট কোহলিImage Credit: PTI
| Updated on: Apr 11, 2025 | 3:46 PM
Share

কলকাতা: আট বছরের সম্পর্ক ছিঁড়ে এবার নতুন পথে যেতে চলেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। যা ঘিরে সমানতালে শোরগোল পড়েছে বাণিজ্যিক ও খেলার দুনিয়ায়। গত প্রায় এক দশক ধরে ভারতে পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন তিনি। কিন্তু এবার সেই সম্পর্ককে ছিঁড়ে দিতে চলেছেন বিরাট, যা ঘিরে চড়েছে জল্পনা। ওয়াকিবহাল মহলের অনুমান, IPL-এর মরসুমেই এই প্রসঙ্গে ঘোষণা করে দেবেন বিরাট।

কিন্তু হঠাৎ করেই কেন এত পুরনো সম্পর্কের মাঝে বাঁধ গড়ছেন বিরাট? জানা গিয়েছে, বিরাট এবার যেতে চলেছেন নতুন পথে। খেলাধুলোর পোশাক, সরঞ্জাম প্রস্তুতকারী অন্য একটি সংস্থায় বিনিয়োগ করতে চলেছেন তিনি। তাই পুমার সঙ্গে আর চুক্তিবদ্ধ থাকতে চান না বিরাট।

একাংশ বলছেন, সেই সংস্থার নাম অ্যাগলিটাস (Aglitas)। বেঙ্গালুরুতে অবস্থিত এই সংস্থা গত দু’বছর ধরে খেলাধুলোর পোশাক ও সরঞ্জাম তৈরি করে আসছে। ২০২৩ সালে পুমার এক প্রাক্তন কর্মী অভিষেক গঙ্গোপাধ্যায় এই সংস্থা তৈরি করেন। এবার সেই বাঙালির ব্যবসাতেই নাকি টাকা ঢালতে আগ্রহী হয়েছেন বিরাট।

তবে পুমা ছেড়ে অ্যাগলিটাসে কোহলির ‘বিরাট’ আগমনে থাকছে আরও কিছু শর্তও। জানা গিয়েছে, বিনিয়োগের বিনিময়ে ক্রিকেটারের নিজের তৈরি লাইফস্টাইল ব্র্যান্ড ওয়ান ৮ (One 8)-এর ব্যবসা বাড়ানো ও দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পড়েছে এই অ্যাগলিটাসের কর্তাদের কাঁধে। তবে বিরাটের এই বিনিয়োগ দেশের বাণিজ্যিক স্তরে ‘মেক-ইন-ইন্ডিয়ারও’ প্রতীক বলেই মনে করছেন একাংশ।

ভারতে একাধিক খেলাধূলার চল তীব্র থাকলেও, এখনও পর্যন্ত খেলাধূলার পোশাক ও সরঞ্জাম তৈরির ক্ষেত্রে তেমন কোনও বড় দেশীয় ব্র্যান্ড তৈরি হয়নি। পুমা ছেড়ে বিরাটের নতুন পথে গমন সেই খামতিটাকেই পূরণ করতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।