AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ, মমতার ঘোষণায় শাহরুখকে নিয়ে জল্পনা

Mamata Banerjee: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিদের সামনে সৌরভকে এই সংক্রান্ত কাগজ ধরিয়ে দেন মমতা। সৌরভকে মঞ্চে ডেকে নিয়ে বললেন, "না বললে চলবে না।" সৌরভও হাসিমুখে এগিয়ে গিয়ে মমতার হাত থেকে সেই প্রস্তাবপত্র গ্রহণ করেন।

Sourav Ganguly: বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ, মমতার ঘোষণায় শাহরুখকে নিয়ে জল্পনা
শাহরুখ খান, মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 9:15 PM
Share

কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করলেন মুখ্যমন্ত্রী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিদের সামনে সৌরভকে এই সংক্রান্ত কাগজ ধরিয়ে দেন মমতা। সৌরভকে মঞ্চে ডেকে নিয়ে বললেন, “না বললে চলবে না।” সৌরভও হাসিমুখে এগিয়ে গিয়ে মমতার হাত থেকে সেই প্রস্তাবপত্র গ্রহণ করেন।

সৌরভকে পাশে নিয়ে মমতা বললেন, “আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে। আমাদের শক্তিশালী থাকতে হবে। আমাদের ভাগ্যের উপর নির্ভর করে থাকলে হবে না, নিজেদের ইচ্ছাশক্তি, পজিটিভিটির উপর নির্ভর করতে হবে।”

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলায় লগ্নি টানতে বিদেশ সফরেও গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পেন সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মমতার সঙ্গী ছিলেন সৌরভ। মাদ্রিদ থেকেই প্রাক্তন ভারত অধিনায়ক ঘোষণা করেছিলেন বাংলায় তাঁর বিনিয়োগের কথা। বাকিদেরও বাংলায় বিনিয়োগের জন্য অনুপ্রাণিত করেছিলেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডরের কথা ঘোষণা করছিলেন, তখন বলেন, “সৌরভ নতুন প্রজন্মের জন্য খুব ভালভাবে কাজ করছেন।” এতদিন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন বলিউড তারকা শাহরুখ খান। এদিন সৌরভের নাম ঘোষণার পর জল্পনা ছড়াল শাহরুখকে নিয়ে। শাহরুখের জায়গায় কি সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল? নাকি শাহরুখকে রেখেই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল সৌরভকে? মমতা এদিন সৌরভের নাম ঘোষণার সময় শাহরুখের নাম নিয়ে কোনও কথা বলেননি। ফলে জল্পনা জিইয়ে রইল।

আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখার সময়ও সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলায় নিজের বিনিয়োগের কথা জানান দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিদের। সৌরভ বলেন, “আমার মতো একজন মানুষ যে এই শহরেই জন্মেছে, বড় হয়েছে.. তাঁর কাছে এটা সত্যিই একটা বড় ব্যাপার যখন সে দেখে, রাজ্য শিল্পের জন্য সামিট করছে। আমিও একটা ছোট্ট বিনিয়োগ করছি এই রাজ্যে।”