Attari-Wagah Border: জঙ্গি হামলার জবাবে বন্ধ সীমান্ত, কী প্রভাব পড়বে ভারতের বাণিজ্য ও অর্থনীতিতে?

India-Pakistan Border: এই আটারি সীমান্ত দিয়েই একমাত্র স্থলপথে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য হত। এ ছাড়াও আফগানিস্তান থেকে যে সব জিনিস ভারতে আসে তাও এই আটারি সীমান্ত দিয়েই প্রবেশ করে ভারতভূমে।

Attari-Wagah Border: জঙ্গি হামলার জবাবে বন্ধ সীমান্ত, কী প্রভাব পড়বে ভারতের বাণিজ্য ও অর্থনীতিতে?
Image Credit source: PTI

Apr 27, 2025 | 8:08 PM

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা। প্রাণ গিয়েছে ২৬-এর বেশি পর্যটকের। আর তার পরই একাধিক ব্যবস্থা নিয়েছে ভারত সরকার। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে ভারত আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে। এর ফলে, আগামীতে ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেবে।

অমৃতসর থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে অবস্থিত আটারি ভারতের প্রথম স্থলবন্দর। এ ছাড়াও এই আটারি সীমান্ত দিয়েই একমাত্র স্থলপথে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য হত। এ ছাড়াও আফগানিস্তান থেকে যে সব জিনিস ভারতে আসে তাও এই আটারি সীমান্ত দিয়েই প্রবেশ করে ভারতভূমে।

আজ বলে নয়, অনেক দিন আগে থেকেই আটারি-ওয়াঘা সীমান্ত ভারত-পাকিস্তানের বাণিজ্য বা পর্যটকদের সংখ্যার ক্ষেত্রে একটা ওঠাপড়া দেখেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে এই স্থলবন্দর দিয়ে ৩ হাজার ৮৮৬ কোটি টাকার বেশি বাণিজ্য হয়। এর সঙ্গে ৭১ হাজারের বেশি পর্যটক এই সীমান্ত পার করে।

আটারি সীমান্ত দিয়ে ভারত পাকিস্তানে সোয়াবিন, মুরগির খাবার, আনাজপাতি, শুকনো লঙ্কা, প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরির প্রয়োজনীয় কাঁচা মাল ও প্লাস্টিকের সুতো রফতানি করে। ফল, শুকনো খেজুর, জিপসাম, সিমেন্ট, কাচ, সৈন্ধব লবন ও বিভিন্ন ধরণের ভেষজ ঔষধ এই সীমান্ত দিয়ে ভারতে আসে। তবে, ২০১৮-১৯ অর্থবর্ষের পর থেকেই এই সংখ্যায় একটা ধারাবাহিক পতন দেখা গিয়েছে।

তবে, ভারতের এই সিদ্ধান্তে সমস্যায় পড়বে আফগানিস্তান ও ভারতের মধ্যে স্থলপথে বাণিজ্য। আফগানিস্তান ও ভারতের মধ্যে স্থলপথে বাণিজ্য হয় এই আটারি সীমান দিয়েই। ফলে, আগামীতে কোন পথে সেই আদানপ্রদান হবে, তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

This content contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some readers. Readers discretion is advised.

We strongly condemn all forms of violence and terrorism. The purpose of this content is solely to inform and create awareness based on verified reports.