Rent Payment: বাড়িওয়ালাকে আর অনলাইনে দিতে পারবেন না ভাড়া, RBI-র নতুন নিয়ম জেনে রাখুন
Reserve Bank of India Rules: ফোনপে, পেটিএম বা ক্রেডের মাধ্যমে যদি ক্রেডিট কার্ডে বাড়ি ভাড়া দেন, তাহলে এবার থেকে আর সেই টাকা দিতে পারবেন না। একাধিক ফিনটেক সংস্থাই এবার তাদের রেন্ট পেমেন্ট সার্ভিস বন্ধ করে দিচ্ছে।

নয়া দিল্লি: ভাড়াবাড়িতে থাকলে, প্রতি মাসের শুরুতে বাড়িমালিকের হাতে ভাড়া দিতে হয়। তবে আধুনিক সময়ে যেখানে সব কাজই অনলাইনে হয়ে যাচ্ছে, সেখানে বাড়ি ভাড়াটাও নেওয়ার জন্য আর বাড়ি মালিক আসেন না। অনলাইনে ভাড়াটে মাসের শুরুতে টাকা পাঠিয়ে দেন। আপনারও যদি এই অভ্যাস থাকে, তাহলে রয়েছে দুঃসংবাদ। আর অনলাইনে পাঠাতে পারবেন না বাড়িভাড়া।
ফোনপে, পেটিএম বা ক্রেডের মাধ্যমে যদি ক্রেডিট কার্ডে বাড়ি ভাড়া দেন, তাহলে এবার থেকে আর সেই টাকা দিতে পারবেন না। একাধিক ফিনটেক সংস্থাই এবার তাদের রেন্ট পেমেন্ট সার্ভিস বন্ধ করে দিচ্ছে।
বিগত কয়েক বছরে ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়া বেশ জনপ্রিয় হয়েছিল। এই অ্যাপগুলির মাধ্যমে ভাড়া দিলে পাওয়া যেতে রিওয়ার্ড পয়েন্টও। আবার পাওয়া যেত ইন্টারেস্ট ফ্রি ক্রেডিট পিরিয়ড। তবে সেই পরিষেবা বন্ধ করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
গত ১৫ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া নির্দেশিকা জারি করে ফিনটেক কোম্পানিগুলিকে এই পরিষেবা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। এবার থেকে পুরনো পদ্ধতি অর্থাৎ সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার বা চেকের মাধ্যমে ভাড়া দিতে হবে।
নতুন গাইডলাইনে বলা হয়েছে, পেমেন্ট এগ্রিগেটর ও পেমেন্ট গেটওয়েতে শুধুমাত্র মার্চেন্টদের ট্রানজাকশন করতে দেওয়া হবে, যাদের সরাসরি চুক্তি রয়েছে এবং কেওয়াইসি আপডেট রয়েছে। অর্থাৎ বাড়ি মালিক এই প্ল্যাটফর্মগুলিতে যদি অফিসিয়াল মার্চেন্ট হিসাবে রেজিস্টার না থাকেন, তাহলে এই অ্যাপগুলির মাধ্যমে ভাড়া দেওয়া যাবে না।
মূলত সঠিকভাবে কেওয়াইসি ভেরিফিকেশন না থাকার কারণে রিজার্ভ ব্যাঙ্ক এমন নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশের আগেই বিভিন্ন ব্যাঙ্ক এই পরিষেবা বন্ধ করে দিচ্ছিল বা তার উপরে চার্জ নিচ্ছিল। যেমন এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে বাড়ি ভাড়া দিলে, তার উপরে ১ শতাংশ সার্ভিস ফি নেওয়ার নিয়ম চালু করেছিল ২০২৪ সালের জুন মাস থেকেই। আইসিআইসিআই ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াও এই ধরনের পেমেন্টে রিওয়ার্ড দেওয়া বন্ধ করে দিয়েছিল। ফোনপে, পেটিএম, অ্যামাজন পে-ও গত বছরের মার্চ মাস থেকে এই পরিষেবা বন্ধ করে দিয়েছিল। পরে কিছু প্ল্যাটফর্ম কড়া কেওয়াইসি-র নিয়ম নিয়ে ফের পরিষেবা চালু করেছিল। এবার পাকাপাকিভাবে সেই পরিষেবা বন্ধ হয়ে গেল।
