AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফোনের সব সুবিধা ল্যাপটপেও পাবেন আপনি, Android OS চালু হবে আপনার পিসিতে!

Android OS, PC: কিন্তু হঠাৎ এমন কেন হল? আসলে গুগল চাইছে জেমিনাই এআই, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং তাদের সমস্ত অ্যাপস যেন সব পিসি বা ল্যাপটপ ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারেন। আর সেই কারণেই, ফোন থেকে ডেস্কটপ পর্যন্ত সব ধরনের ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েডকে সর্বজনীন প্ল্যাটফর্ম বা 'Universal Platform' হিসেবে দেখতে চাইছে গুগল।

ফোনের সব সুবিধা ল্যাপটপেও পাবেন আপনি, Android OS চালু হবে আপনার পিসিতে!
Image Credit: Dilara Irem Sancar/Anadolu via Getty Images
| Updated on: Sep 29, 2025 | 1:18 PM
Share

বিশ্বজুড়ে সফটওয়্যার দুনিয়ায় বড়সড় পালাবদলের ইঙ্গিত। কোয়ালকম স্ন্যাপড্রাগন সামিট ২০২৫-এ গুগলের রিক ওস্টারলো নিশ্চিত করলেন সেই জল্পনা। এবার অ্যান্ড্রয়েড আর ক্রোম অপারেটিং সিস্টেম এক হয়ে যাচ্ছে। স্মার্টফোন আর পিসির অপারেটিং সিস্টেমের এতদিনকার ফারাক এবার মুছে দিতে চলেছে গুগল।

ওস্টারলো বলেন, ‘আমরা পিসি এবং স্মার্টফোনের জন্য যে সিস্টেম তৈরি করছিলাম, তা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই বিভেদ ঘুচিয়ে এখন একটি সাধারণ প্রযুক্তিগত ভিত্তি তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে’। আর এর অর্থ হল, ফোন থেকে ল্যাপটপ বা ডেস্কটপ পর্যন্ত সব ধরনের ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েডকে সর্বজনীন প্ল্যাটফর্ম বা ‘Universal Platform’ হিসেবে দেখতে চাইছে গুগল।

কিন্তু হঠাৎ এমন কেন হল? আসলে গুগল চাইছে জেমিনাই এআই, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং তাদের সমস্ত অ্যাপস যেন সব পিসি বা ল্যাপটপ ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারেন। আর মোবাইল ও পিসির মধ্যে এক অপারেটিং সিস্টেম চালু করলে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবে দুই পক্ষই।

কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো অ্যামন এই নতুন সফটওয়্যারের ঝলক দেখেছেন। তিনি হয়ে বলেন, ‘আমি নতুন এই ওএস দেখেছি, এটা দারুণ। মোবাইল ও পিসির অভিন্নতার স্বপ্নকে বাস্তবায়িত করবে এই সিস্টেম’। যদিও এই নতুন ওএস যা একই সঙ্গে মোবাইল ও কম্পিউটারে চলবে, তা কবে বাজারে আসবে, তার স্পষ্ট সময়সীমা এখনও জানায়নি গুগল। তবে এই পদক্ষেপ পিসির বাজারে মাইক্রোসফ্ট বা অ্যাপলের একচেটিয়া আধিপত্যের উপর সরাসরি আঘাত হানবে বলে মনে করা হচ্ছে।