Flipkart-এ আসছে মেগা সেল, এই সব জিনিস কিনুন ডবল লাভে
Flipkart SASA LELE Sale: ফ্লিপকার্ট এই সেলের জন্য SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১০% তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে। সম্পূর্ণ পেমেন্ট এবং ইএমআই উভয় লেনদেনেই ছাড়ের সুবিধাও পাওয়া যাবে।

বাড়ির জন্য শপিং করবেন ভাবছেন? কী কী কিনবেন সেসব তালিকা করে রেখেছেন? তাহলে আপনার জন্য বড় সুখবর। অপেক্ষার প্রহর গোনা এবার শেষ হতে চলেছে। আগামী সপ্তাহ থেকে Flipkart-এ শুরু হতে চলেছে SASA LELE সেল। মোবাইল ফোন থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সেস সবকিছুতেই পাবেন বিশাল ছাড়। আগামী সপ্তাহে কবে থেকে শুরু সেল? কোন কোন পণ্যে থাকছে বিশেষ ছাড়?
Flipkart SASA LELE সেল শুরু হবে আগামী সপ্তাহে ২ মে, ২০২৫। তবে ফ্লিপকার্ট প্লাস সদস্যদের জন্য এই সেল চালু হবে ২৪ ঘন্টা আগে। সেল চলাকালীন পণ্যের উপর বিশাল ছাড় থাকবে। পেয়ে যাবেন বিশেষ কিছু ব্যাঙ্কের জন্য কার্ড ডিসকাউন্টের সুবিধাও।
ফ্লিপকার্ট এই সেলের জন্য SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১০% তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে। সম্পূর্ণ পেমেন্ট এবং ইএমআই উভয় লেনদেনেই ছাড়ের সুবিধাও পাওয়া যাবে। সেল চলাকালীন গ্রাহকরা এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং নো কস্ট ইএমআই-এর সুবিধাও পাবেন।
সেল চলাকালীন ব্লকবাস্টার ডিল, ১ কিনলে ১ টি ডিসকাউন্ট ডিল, জ্যাকপট ডিল, ডাবল ডিসকাউন্ট এবং টিকটক ডিলের মতো নানা সুবিধা পাবেন। বর্তমানে, কোন পণ্যের উপর কত ছাড় দেওয়া হবে সে সম্পর্কে কোনও তথ্য দেয়নি কোম্পানি।
বিক্রয়ের জন্য তৈরি মাইক্রোসাইট থেকে জানা গেছে যে গ্রাহকদের মোবাইল, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্ট গ্যাজেট এবং ইলেকট্রনিক্স পণ্যের উপর বিশেষ ছাড়ের সুবিধা দেওয়া হবে। এই পণ্যগুলিতে কত শতাংশ ছাড় থাকবে বা কত ছাড় পাওয়া যাবে, তা এখনও প্রকাশ করা হয়নি।
