আর খাবার পাওয়া যাবে না, বন্ধ হয়ে গেল Zomato-র দুটি পরিষেবা
Zomato:

মাত্র চার মাস আগেই জ্যোমাটো কুইক পরিষেবা চালু করেছিল। ১৫ মিনিটে খাবার ডেলিভারি পাওয়া যেত এই পরিষেবায়। কিন্তু হঠাৎ কী হল যে সেই পরিষেবা বন্ধ করে দিতে হল? সংস্থার সিইও দিপীন্দর গয়াল জানিয়েছেন, এই দুই পরিষেবা লাভজনক বলে মনে হচ্ছে না। বর্তমানে রেস্তোরাঁ ও কিচেনগুলির এমন সেটআপ নেই যা ১০ মিনিটে গ্রাহকদের বাড়িতে খাবার পৌঁছে দিতে পারে। গ্রাহকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, জ্য়োমাটো এভরিডে-তে রেডি টু ইট, বাড়ির রান্না পাওয়া যেত। জ্যোমাটো দেখেছে, এই পরিষেবা মূলত মেট্রো শহরগুলির জন্যই যথাযথ, তাও খুবই কম অর্ডার হয়। দুই কিলোমিটার দূরত্বের মধ্যেই খাবার ডেলিভারি করা হত এই অপশনে। কিন্তু জনপ্রিয়তা না পাওয়ায় তা বন্ধ করে দেওয়া হল।

