AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AIIMS Recruitment 2023: লোভনীয় বেতন, এইমসে চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই

AIIMS Recruitment 2023: বায়োডাটার ভিত্তিতে সিলেকশন কমিটি আবেদনকারীদের শর্টলিস্ট করা হবে। এরপরে ইন্টারভিউ ও শিক্ষাগত-কর্ম অভিজ্ঞতা সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

AIIMS Recruitment 2023: লোভনীয় বেতন, এইমসে চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Feb 05, 2023 | 7:30 AM
Share

নয়া দিল্লি: সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মসংস্থানের দারুণ সুযোগ। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (All India Institute of Medical Science) চলছে কর্মী নিয়োগ। দেশের অন্যতম বড় এই স্বাস্থ্য প্রতিষ্ঠানের ঋষিকেশ শাখায় প্রায় শতাধিক কর্মী নিয়োগ করা হবে। ঋষিকেশ এইমসের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ফ্যাকাল্টি (Faculty) পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা অনলাইনে সরাসরি এইমসের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স, ঋষিকেশের তরফে জানানো হয়েছে, এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে ফ্য়াকাল্টি পদে কর্মী নিয়োগ করা হবে। চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে এই শূন্যপদে আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২ মার্চ অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া-

এই শূন্যপদে যারা আবেদন করতে আগ্রহী, তাদের সরাসরি অনলাইনে আবেদন জানাতে হবে। এর জন্য এইমস ঋষিকেশের অফিশিয়াল ওয়েবসাইট  aiimsrishikesh.edu.in- এ লগ ইন করে আবেদন জানাতে হবে।

শূন্যপদ-

এইমস ঋষিকেশের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৯৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে ৮২টি শূন্যপদ পুরনো। নতুন করে আরও ১২টি শূন্যপদ তৈরি করা হয়েছে। এরসঙ্গে মোট ৯৪টি শূন্যপদেই কর্মী নিয়োগ করা হবে।

নির্বাচন প্রক্রিয়া-

বায়োডাটার ভিত্তিতে সিলেকশন কমিটি আবেদনকারীদের শর্টলিস্ট করা হবে। এরপরে ইন্টারভিউ ও শিক্ষাগত-কর্ম অভিজ্ঞতা সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। ঋষিকেশের এইমস-এ এই ইন্টারভিউ হবে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদনের জন্য জেনারেল শ্রেণি ও ওবিসি (পুরুষ)দের ৩ হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে। জেনারেল ও ওবিসি (মহিলা)দের ১ হাজার টাকা আবেদন ফি দিতে হবে। জনজাতি ও উপজাতিদের ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। শুধুমাত্র অনলাইনেই এই আবেদন ফি জমা দেওয়া যাবে।