AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Central Government Recruitment: কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির সুযোগ, হাতছাড়া করলেই মিস মাসিক হাজার হাজার টাকা

Central Government Recruitment: অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডে আর্টিক্রাফ্ট টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Central Government Recruitment: কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরির সুযোগ, হাতছাড়া করলেই মিস মাসিক হাজার হাজার টাকা
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 21, 2023 | 8:30 AM
Share

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের সংস্থায় রয়েছে চাকরির সুযোগ। কেন্দ্রীয় সরকারের সংস্থা অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের (All India Engineering Services Limited) তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা:

অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড (AI Engineering Service Limited)

পদের নাম:

আর্টিক্রাফ্ট টেকনিশিয়ান (Articrafts Technician) পদে নিয়োগ করা হচ্ছে

মোট শূন্যপদের সংখ্যা:

৯০ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন/ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন এ তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে প্রার্থীদের। পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা:

এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৭ বছর হতে হবে। তবে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন:

প্রতি মাসে বেতন ২৮ হাজার টাকা থেকে ৩৬ হাজার টাকা।

আবেদন পদ্ধতি:

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন ইচ্ছুক প্রার্থীরা।

আবেদনের শেষ তারিখ:

৩ মার্চের মধ্যে করতে হবে আবেদন।

নিয়োগ পদ্ধতি:

প্রার্থীদের মেডিক্যাল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা পরখ করা হবে।

ইন্টারভিউ স্থল:

Office of the GM- Engineering, AI Engineering Service Limited Maintenance Repair Overhaul, (MRO) Near International Airport (T-2), Trivandrum, Kerala-695007

ইন্টারভিউয়ের তারিখ :

৭ মার্চ থেকে ৯ মার্চ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন