আর্টস নিয়ে পড়লেও করতে পারবেন লাখ টাকা আয়! কোন কোন পোস্টে পাবেন চাকরি? মাইনেই বা কত?
NSDC -এর তথ্য অনুযায়ী, ভারতে কর্পোরেট ও সার্ভিস সেক্টরে“ Communication-based roles”-এর চাহিদা গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। আর এই চাকরিগুলিতে আর্টস গ্র্যাজুয়েটদের নিয়োগ বেশি হচ্ছে> কর্পোরেট কমিউনিকেশন এক্সিকিউটিভ, এইচ আর এক্সিকিউটিভ/ এইচ আর বিজনেজ পার্টনার, ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজার, পাবলিক রিলেশনস অফিসারের মত পোস্টগুলোতে মিলছে চাকরি। জানেন আয় কত?

বহু দিন ধরেই সমাজের প্রচলিত ধারণা “আর্টস নিয়ে পড়লে ভাল চাকরি মেলে না”। অনেকেই মনে করেন আর্টস নিয়ে পড়লে ভবিষ্যত কেবল শিক্ষকতা। জানেন আর্টস নিয়ে পড়ার পর কতটা উজ্জ্বল হতে পারে আপনার ভবিষ্যত? সাম্প্রতিক কর্মসংস্থান সংক্রান্ত রিপোর্ট ও নিয়োগ সংস্থাগুলির তথ্য দিচ্ছে তার প্রমাণ। আর্টস নিয়ে পড়ে কোথায় কোথায় চাকরি করতে পারবেন আপনি?
সমীক্ষা বলছে বর্তমান চাকরির বাজারে ডিগ্রির থেকে বেশি জরুরি স্কিল। স্কিলের ওপর নির্ভর করেই বেতন নির্ধারণ করা হয়। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NSDC)–এর Human Capital Report অনুযায়ী—ভারতের সার্ভিস সেক্টরে এখন Communication, People Management ও Analytical Skills–এর চাহিদা বেশি । ইংরেজি, সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, মাস কমিউনিকেশনের নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা করতে পারবেন এই সমস্ত পোস্টে চাকরি।
কত পাবেন মাইনে? কর্পোরেট এক্সিকিউটিভ / ক্লায়েন্ট রিলেশন ম্যানেজার: ₹৩৫,০০০–₹৬০,০০০ ৫–৮ বছরের অভিজ্ঞতায় ম্যানেজার পদে: ₹১–১.৫ লক্ষ মাসিক
NSDC -এর তথ্য অনুযায়ী, ভারতে কর্পোরেট ও সার্ভিস সেক্টরে“ Communication-based roles”-এর চাহিদা গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। আর এই চাকরিগুলিতে আর্টস গ্র্যাজুয়েটদের নিয়োগ বেশি হচ্ছে> কর্পোরেট কমিউনিকেশন এক্সিকিউটিভ, এইচ আর এক্সিকিউটিভ/ এইচ আর বিজনেজ পার্টনার, ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজার, পাবলিক রিলেশনস অফিসারের মত পোস্টগুলোতে মিলছে চাকরি। জানেন আয় কত? শুরুতে: ৩০,০০০–৫০,০০০ টাকা/মাস ৫–৭ বছরের অভিজ্ঞতায়: ৮০,০০০–১,৫০,০০০ টাকা/মাস পর্যন্ত রোজকার করছেন অনেকে।
এক জনপ্রিয় আন্তর্জাতিক চাকরি বিষয়ক ওয়েবসাইটের এর তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে মানবসম্পদ ও পিপল অপারেশন বিভাগে কর্মরত কর্মীদের বড় অংশই আর্টস ও সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। রিপোর্টে জানা গেছে কর্মীদের আচরণ বোঝা, দ্বন্দ্ব মেটানো, উন্নত যোগাযোগ এই দক্ষতাগুলি আর্টস শিক্ষার মধ্য দিয়েই গড়ে ওঠে। জানেন কত হতে পারে মাইনে? HR এক্সিকিউটিভ: ₹৩০,০০০–₹৪৫,০০০ HR ম্যানেজার / বিজনেস পার্টনার: ₹৯০,০০০–₹২ লক্ষ মাসিক
মিডিয়া ও ডিজিটাল নিউজে স্থায়ী চাকরি মেলে আর্টস ব্যাকগ্রাউন্ড থাকলে। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার দপ্তরের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো এমপ্লয়মেন্ট ডেটা অনুযায়ী,গত পাঁচ বছরে দেশে ডিজিটাল মিডিয়ায় কর্মসংস্থান প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। এই সেক্টরে সাব এডিটর,কনটেন্ট এডিটর, নিউজ রিসার্চার পদে করতে পারেন চাকরি।
বেতন শুরুতে: ₹৩০,০০০–₹৫০,০০০ সিনিয়র এডিটর / প্রোডিউসার: ₹১ লক্ষ বা তারও বেশি
সরকারি চাকরিতে আর্টসের ভূমিকা অপরিসীম। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission – UPSC) এবং বিভিন্ন রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার সিলেবাসের বেশিটাই ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, দর্শন। এই কারণেই- IAS, IPS, WBCS, SSC অফিসার লেভেল এই পদগুলিতে আর্টস গ্র্যাজুয়েটদের সাফল্যের হার তুলনামূলকভাবে বেশি।
অফিসার লেভেল বেতন: ₹৫৬,১০০ + ভাতা মোট মাসিক আয় (ভাতা সহ): ₹১ লক্ষের কাছাকাছি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO)–এর ভারত সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী, দেশে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও কাউন্সেলরের ক্ষেত্রগুলিতে চাকরি পাচ্ছেন মনোবিজ্ঞান, সমাজবিদ্যা, সোশ্যাল ওয়ার্কের মত বিষয়ের দক্ষরা।
বেতন – কাউন্সেলর / থেরাপিস্ট: ₹৪০,০০০–₹১,০০,০০০ প্রজেক্ট ম্যানেজার / NGO হেড: ₹১ লক্ষের বেশি
সরকারি রিপোর্ট, নিয়োগ সংস্থা ও বেতন সংক্রান্ত তথ্য থেকে জানা যায় আর্টস পড়ে চাকরি নেই—এই ধারণা সম্পূর্ণ ভুল। আজকের চাকরি বাজারে স্কিল থাকলে আর্টস গ্র্যাজুয়েটরাও সম্মানজনক ও উচ্চ বেতনের চাকরি পাচ্ছেন।
