Bombay High Court Recruitment 2023: সপ্তম পাশেই সরকারি চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন জানুন

Bombay High Court Recruitment: সপ্তম শ্রেণি পাশেই এবার মিলছে সরকারি চাকরির সুযোগ। তাও আবার বোম্বে হাইকোর্টে। এছাড়া স্নাতক পাশ প্রার্থীদের জন্যও নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বোম্বে হাইকোর্ট। মূলত, স্টেনোগ্রাফার, পিয়ন-সহ একাধিক পদে নিয়োগ করা হবে। ৪ ডিসেম্বর, ২০২৩ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

Bombay High Court Recruitment 2023: সপ্তম পাশেই সরকারি চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন জানুন
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 1:52 AM

মুম্বই: সপ্তম শ্রেণি পাশেই এবার মিলছে সরকারি চাকরির সুযোগ। তাও আবার বোম্বে হাইকোর্টে। এছাড়া স্নাতক পাশ প্রার্থীদের জন্যও নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বোম্বে হাইকোর্ট। মূলত, স্টেনোগ্রাফার, পিয়ন-সহ একাধিক পদে নিয়োগ করা হবে। ৪ ডিসেম্বর, ২০২৩ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ ডিসেম্বর, ২০২৩-এর এর মধ্যে বোম্বে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট bombayhighcourt.nic.in-এর মাধ্যমে আবেদন করতে পারেন।

শূন্যপদ

মোট ৪,৬২৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে স্টেনোগ্রাফারের (গ্রেড-৩) ৫৬৮টি, জুনিয়ার ক্লার্কের ২,৭৯৫টি এবং পিয়ন-সহ চতুর্থ শ্রেণির ১,২৬৬টি পদ রয়েছে।

যোগ্যতা

স্টেনোগ্রাফার এবং জুনিয়ার ক্লার্ক পদের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে। এলএলবি পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পিয়ন-সহ চতুর্থ শ্রেণির পদের জন্য সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে সপ্তম শ্রেণি পাশ।

বয়সসীমা

বিভিন্ন পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।

আবেদন ফি

সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ১০০০টাকা এবং SC, ST, OBC, SBC ক্যাটেগরির প্রার্থীদের জন্য ৯০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

এভাবে আবেদন করুন

১) বোম্বে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট bombayhighcourt.nic.in-এ যান। ২) Recruitment ট্যাবে ক্লিক করুন। ৩) এখানে সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে লিঙ্কে ক্লিক করুন। ৪) এবার New Registration-এ ক্লিক করুন এবং রেজিস্ট্রার করুন। ৫) এবার মূল লিঙ্কে ঢুকে আবেদনপত্র পূরণ করুন। ৬) আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করুন এবং অনলাইনে ফি দিন। ৭) এবার আবেদনপত্রটি জমা দিন। প্রয়োজনে প্রিন্ট নিয়ে রাখবেন।

নির্বাচন প্রক্রিয়া

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। নিয়োগ পরীক্ষার প্যাটার্ন বিজ্ঞপ্তির সঙ্গে প্রকাশ করা হয়েছে। পরীক্ষার তারিখ এখনও প্রকাশ করা হয়নি। আরও বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন।