AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Utkarsh Bangla: বেকারদের জন্য সুযোগ সরকারের, ‘উৎকর্ষ বাংলা’ থেকে প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী হয়ে উঠুন

পশ্চিমবঙ্গ সরকার স্কুল ছুট ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে 'উৎকর্ষ বাংলা' প্রকল্প চালু করেছিল। আগ্রহীদের এই প্রকল্পের অধীনে ৪০০ থেকে ১২০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।

Utkarsh Bangla: বেকারদের জন্য সুযোগ সরকারের, 'উৎকর্ষ বাংলা' থেকে প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী হয়ে উঠুন
গ্রাফিক্স: টিভি৯ বাংলা
| Edited By: | Updated on: Sep 17, 2022 | 9:30 AM
Share

বাংলার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষে এবং দক্ষতা বৃদ্ধির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৬ সাল থেকে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে কারিগরি শিক্ষা দফতরের অধীনে এই প্রকল্প চালু করা হয়েছিল। যাঁরা কারিগরি প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদেরকে কর্মপযোগী করে তোলার লক্ষেই এই প্রকল্প চালু করা হয়েছিল। বাংলার স্থায়ী বাসিন্দার পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের আওতাধীনব ‘উৎকর্ষ বাংলা’ থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। এর জন্য https://www.pbssd.gov.in/ ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এবং সেখান থেকে বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণ সংক্রান্ত খোঁজ পাবেন আগ্রহীরা। এই প্রকল্পের থেকে প্রশিক্ষণ নিয়ে সরকার আয়োজিত জব ফেয়ারে চাকরির জন্য আবেদনও করতে পারেন প্রশিক্ষিতরা।

পশ্চিমবঙ্গ সরকার স্কুল ছুট ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প চালু করেছিল। আগ্রহীদের এই প্রকল্পের অধীনে ৪০০ থেকে ১২০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে। এই কোর্স শেষের পর প্রশিক্ষিতদের সরকারি শংসাপত্রও দেওয়া হবে বলে জানিয়েছিল সরকার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৫০ টি আইটিআই, ১৫৩ টি পলিটেকনিক এবং প্রায় রাজ্য জুড়ে প্রায় ৩৫০০টি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে স্বল্পমেয়াদী দক্ষতা বিকাশের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারে উৎকর্ষ বাংলা প্রকল্প আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে।

কী কী শেখানো হয় এই প্রকল্পে?

এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের গাড়ি চালানো, সেলাই, টেলিভিশন মেরামত ও অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম, বিউটিশিয়ান কোর্স, কম্পিউটারের বিভিন্ন কোর্স সহ দক্ষতা বৃদ্ধির বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এবং সরকারের তরফে যাবতীয় প্রশিক্ষণই নিখরচায় দেওয়া হবে। তাই এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে সহজেই সাবলম্বী হওয়া যেতে পারে।