Govt Jobs: ১ লক্ষ ৪০ হাজার বেতন পাবেন, সরকারি এই চাকরির সুযোগ ভুল করেও হাতছাড়া করবেন না
NTPC Recruitment: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা এনটিপিসি ৪০০-রও বেশি শূন্যপদে নিয়োগ করছে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট ntpc.co.in- এ গিয়ে আবেদন করতে পারেন।

নয়া দিল্লি: চাকরির খোঁজ করছেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে চলছে বিপুল নিয়োগ। মাসে ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত মিলবে বেতন। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এই পদে আবেদন শুরু হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানুন বিস্তারিত-
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড বা এনটিপিসি ৪০০-রও বেশি শূন্যপদে নিয়োগ করছে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট ntpc.co.in- এ গিয়ে আবেদন করতে পারেন।
বেতন-
এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন শুরু হবে ৪০ হাজার টাকা থেকে। সর্বোচ্চ বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা।
আবেদনের তারিখ-
১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ১ মার্চ আবেদনের শেষ তারিখ।
শূন্যপদ-
ইঞ্জিনিয়ার এগজেকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে
ইলেকট্রিকাল -১৩৫ জনকে নিয়োগ করা হবে।
মেকানিকাল- ১৮০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ইলেকট্রনিক্স- ৮৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।
সিভিল- ৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাইনিং- ২৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
আগ্রহী আবেদনকারীদের সংশ্লিষ্ট পদে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীদের স্নাতক স্তরে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়া গেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা-
এই পদে আবেদন করার সর্বাধিক বয়স ২৭ বছর ধার্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণিক জন্য বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।
আবেদন ফি-
এই শূন্যপদে আবেদনের জন্য জেনারেল, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি ও ওবিসি-দের ৩০০ টাকা আবেদন ফি দিতে হবে। জনজাতি, উপজাতি ও মহিলাদের কোনও আবেদন ফি দিতে হবে না।





