AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army Recruitment 2024: ৩৮২ শূন্যপদে নিয়োগ চলছে ভারতীয় সেনাবাহিনীতে, এই তারিখের মধ্যে করুন আবেদন

Indian Army Recruitment 2024: ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, মোট ৩৮১টি পদে কর্মী নিয়োগ করা হবে। ২৩ জানুয়ারি থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি।

Indian Army Recruitment 2024: ৩৮২ শূন্যপদে নিয়োগ চলছে ভারতীয় সেনাবাহিনীতে, এই তারিখের মধ্যে করুন আবেদন
ফাইল চিত্রImage Credit: PTI
| Updated on: Jan 29, 2024 | 6:00 AM
Share

নয়া দিল্লি: ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার স্বপ্ন? তবে সেই স্বপ্ন পূরণ হওয়ার সুযোগ রয়েছে এইবার। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী। শর্ট সার্ভিস কমিশনের অধীনে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট  joinindianarmy.nic.in-এ গিয়ে আবেদন করতে পারেন।

ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, মোট ৩৮১টি পদে কর্মী নিয়োগ করা হবে। ২৩ জানুয়ারি থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি।

শূন্যপদ-

এসএসসি (টেক) পুরুষ- মোট ৩৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

এসসি (টেক) মহিলা- ২৯টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।

এছাড়া দুটি পদ শহিদ জওয়ানদের স্ত্রীদের জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। যারা ফাইনাল বর্ষে রয়েছেন, তারাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা

এই শূন্যপদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর ধার্য করা হয়েছে।

প্রশিক্ষণ-

নির্বাচিত প্রার্থীদের চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্য়াকাডেমিতে ৪৯ সপ্তাহের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।