Railway recruitment 2023: মাধ্যমিক পাশেই রেলে চাকরির সুযোগ, মাত্র ১০০ টাকাতেই আবেদন করতে পারেন

BLW: ভারতীয় রেলের অন্তর্গত বেনারস রেল ইঞ্জিন কারখানায় ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, মেশিনারি, পেন্টার-সহ মোট ৩৭৪টি পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

Railway recruitment 2023: মাধ্যমিক পাশেই রেলে চাকরির সুযোগ, মাত্র ১০০ টাকাতেই আবেদন করতে পারেন
একাধিক পদে নিয়োগ করবে রেল। Image Credit source: Freepik
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 1:31 AM

নয়া দিল্লি: মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ দিচ্ছে ভারতীয় রেল। এবার ভারতীয় রেলের (Indian railway) অন্তর্গত বেনারস রেল ইঞ্জিন কারখানায় (BLW) ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, মেশিনারি, পেন্টার-সহ মোট ৩৭৪টি পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আগামী ২৫ নভেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট blw.indianrailways.gov.in -এর মাধ্যমে আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তিতে কোন পদের জন্য কটি শূন্যপদ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে। তবে আইটিআই ডিগ্রি থাকতে হবে। নন আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষায় অঙ্কে ৫০ শতাংশ নম্বর হওয়া আবশ্যক।

বয়সসীমা

প্রার্থীদের পদ অনুযায়ী আলাদা বয়সসীমা রয়েছে। তবে ননটিআই প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২২ বছর এবং আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে বয়স থাকতে হবে। তবে অনগ্রসর শ্রেণি, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

আবেদন ফি

BLW-তে প্রতিটি পদের প্রার্থীদের জন্যই আলবেদন ফি ১০০ টাকা রাখা হয়েছে। অনলাইনে বা অফলাইনে ফি জমা দেওয়ার সুযোগ রয়েছে।

কীভাবে আবেদন করবেন?

১) প্রথমে প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট blw.indianrailways.gov.in-এ যেতে হবে। ২) আবেদন করার আগে ওয়েবসাইটে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন। ৩) আবেদনপত্র খুব ভালভাবে পূরণ করুন। ৪) আবেদনপত্রের সঙ্গে নিজের পাসপোর্ট সাইজ ফটো, প্রয়োজনীয় নথি, পরিচয়পত্র ও স্বাক্ষর আপলোড করুন। ৫) এবার অনলাইনে আবেদন ফি জমা দিন।