Chattered Accountant: CA পরীক্ষার নিয়মে বড় বদল! জানিয়ে দিল ICAI
Chattered Accountant Examination: এতদিন এটি বছরে দুবার হতো। এই পরিবর্তনের ফলে CA ইন্টারমিডিয়েট ও ফাউন্ডেশন স্তরের পরীক্ষার সঙ্গেও ফাইনাল স্তরের সময়সূচি সামঞ্জস্যপূর্ণ হবে। কারণ ওই দুটি স্তরের পরীক্ষাও ইতিমধ্যেই বছরে তিনবার হয়।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (ICAI) বড় পরিবর্তনের ঘোষণা করল পরীক্ষার সময়সূচিতে। ২০২৫ সাল থেকে CA ফাইনাল পরীক্ষা বছরে তিনবার অনুষ্ঠিত হবে, বলে জানিয়েছে। এতদিন এটি বছরে দুবার হতো। এই পরিবর্তনের ফলে CA ইন্টারমিডিয়েট ও ফাউন্ডেশন স্তরের পরীক্ষার সঙ্গেও ফাইনাল স্তরের সময়সূচি সামঞ্জস্যপূর্ণ হবে। কারণ ওই দুটি স্তরের পরীক্ষাও ইতিমধ্যেই বছরে তিনবার হয়।
এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক বলেই মত বিশেষজ্ঞদের। শিক্ষার্থীরা এক বছরের মধ্যে একাধিকবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। ICAI এক বিবৃতিতে জানিয়েছে, “আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে ICAI-এর ২৬তম কাউন্সিল একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। CA ফাইনাল পরীক্ষা বছরে তিনবার আয়োজনের। এর আগে এই পরীক্ষা বছরে দুবার হতো।”
এই সংস্কারের ফলে এখন তিনটি স্তর—CA ফাইনাল, ইন্টারমিডিয়েট ও ফাউন্ডেশন—সবার জন্য বছরে সমান সংখ্যক পরীক্ষার সুযোগ থাকবে। এই পরীক্ষাগুলি জানুয়ারি, মে ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
CA ফাইনাল পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের পাশাপাশি ICAI তাদের পোস্ট কোয়ালিফিকেশন কোর্স ‘ইনফরমেশন সিস্টেমস অডিট (ISA)’ সম্পর্কেও একটি পরিবর্তনের কথা জানিয়েছে। পূর্বে এই কোর্সের অ্যাসেসমেন্ট টেস্ট বছরে দুবার হত। জুন ও ডিসেম্বরে। ২০২৫ সাল থেকে এই পরীক্ষা বছরে ৩ বার হবে। ফেব্রুয়ারি, জুন ও অক্টোবর। ICAI জানিয়েছে, “এই পরিবর্তনের ফলে কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের জন্য সুযোগ ও সুবিধা আরও বাড়বে।”
এই সিদ্ধান্তকে ICAI-এর বৃহত্তর পরীক্ষানীতির সংস্কারের অংশ হিসেবে দেখছে ওয়াকিবহাল মহলের অংশে। যার লক্ষ্য শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো। পরীক্ষার সংখ্যা বাড়ানোয় যারা হঠাৎ করে কোনও সেশন মিস করেন, তাদের অপেক্ষার সময় কমে যাবে এবং দ্রুত পরবর্তী সুযোগ পাবেন।
